অন্তঃপুরের যুদ্ধ
ব্যাকুল মন বাঁধা মানে না
বুকের পাজরে দহন জানে না
যত ক্ষত অবিরত পোড়ায়
মন তার খোঁজ রাখেনা হায়।
ব্যাকুল মন কথা শোনে না
কূপমন্ডুক করে কত প্রতারণা
তবু মন রণক্ষেত্র ছাড়ে না
নীরবে আঁকে যুদ্ধের আল্পনা।
ব্যাকুল মন হয়ে থাকে উন্মনা
কাটখোট্টা সময়ের আনাগোনা
তবু ক্ষ্যাপা মন খোঁজ রাখে না
সাজায় স্বপ্ন বাসর শত কল্পনা।
ব্যাকুল মন অবুঝ সারাক্ষণ
বোঝেনা কূপমন্ডুকের অালোড়ন
ক্ষণে ক্ষণে তাই বেদনার আলিঙ্গন
পায়ে পায়ে সংগ্রাম চলছে অনুক্ষণ।
ব্যাকুল মন সংগ্রামী আমরণ
যুদ্ধ করে যাবেই সে সারাক্ষণ
পরাজয়েও সে হাল ছাড়ে না
বাজায় নতুন যুদ্ধের নব বাজনা।
বুকের পাজরে দহন জানে না
যত ক্ষত অবিরত পোড়ায়
মন তার খোঁজ রাখেনা হায়।
ব্যাকুল মন কথা শোনে না
কূপমন্ডুক করে কত প্রতারণা
তবু মন রণক্ষেত্র ছাড়ে না
নীরবে আঁকে যুদ্ধের আল্পনা।
ব্যাকুল মন হয়ে থাকে উন্মনা
কাটখোট্টা সময়ের আনাগোনা
তবু ক্ষ্যাপা মন খোঁজ রাখে না
সাজায় স্বপ্ন বাসর শত কল্পনা।
ব্যাকুল মন অবুঝ সারাক্ষণ
বোঝেনা কূপমন্ডুকের অালোড়ন
ক্ষণে ক্ষণে তাই বেদনার আলিঙ্গন
পায়ে পায়ে সংগ্রাম চলছে অনুক্ষণ।
ব্যাকুল মন সংগ্রামী আমরণ
যুদ্ধ করে যাবেই সে সারাক্ষণ
পরাজয়েও সে হাল ছাড়ে না
বাজায় নতুন যুদ্ধের নব বাজনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২১/১২/২০২০ভালো লাগলো
-
Md. Jahangir Hossain ২১/১২/২০২০ভালো লাগলো।
-
ফয়জুল মহী ২০/১২/২০২০অসাধারণ উপস্থাপন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/১২/২০২০যুদ্ধ যুদ্ধ অবস্থা।