www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিরহ লগন

‌আজ তোমার মন খারাপ বু‌ঝি আমারও
পাখনা মে‌লে না মন চায়না যে উড়‌তে
‌ভে‌ঙ্গে প‌ড়ে‌ছে সব‌কিছু কি ত‌বে সহসাই
নীর‌বে গোপ‌নে আমা‌দের ই অজা‌ন্তে।

ঐ গগ‌ণের পা‌খি ‌ছি‌লো সবুজ অবুঝ চঞ্চল মন
আজ নীর‌বে হা হুতাস তোমার আমার সারাক্ষণ।

সবুজ ম‌নের অবুঝ দরজায় কে হানা দেয়
কার লা‌গি কি কার‌ণে কাঁ‌দে মন বেদনায়
আজ সবু‌জের রঙ ফি‌কে হ‌লো কি কারণ
হয়‌তো কো‌নো পিশা‌চের নিকশ কা‌লো থাবায়।

ঐ গগ‌ণের পা‌খি ‌ছি‌লো সবুজ অবুঝ চঞ্চল মন
আজ নীর‌বে হা হুতাস তোমার আমার সারাক্ষণ।

‌কি জা‌নি কি জা‌নি না কোন বিরহীর ছোঁয়ায়
‌কিম্বা কো‌নো কোনো মানুষরু‌পি হা‌য়েনার পর‌শে
আজ ব্যথাতুর হৃদয় তোমার আমার সারা‌বেলা
‌ঝি‌রি‌ঝি‌রি ব‌রিষণ ব‌য়ে যায় ম‌নে বিরহী আ‌বে‌শে।

ঐ গগ‌ণের পা‌খি ‌ছি‌লো সবুজ অবুঝ চঞ্চল মন
আজ নীর‌বে হা হুতাস তোমার আমার সারাক্ষণ।

‌থে‌কে থে‌কে এই যে নিঠুর নীরব কান্না অনুক্ষণ
বু‌ঝি তোমার আমার জীব‌নে চল‌ছে বির‌হ লগন
আজি‌কে তোমার আমার মন খারাপ যার কারণ
বু‌ঝি সেই হা‌য়েনার বু‌কেও জ্বল‌বে সহসা আগুন।

ঐ গগ‌ণের পা‌খি ‌ছি‌লো সবুজ অবুঝ চঞ্চল মন
আজ নীর‌বে হা হুতাস তোমার আমার সারাক্ষণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast