বিরহ লগন
আজ তোমার মন খারাপ বুঝি আমারও
পাখনা মেলে না মন চায়না যে উড়তে
ভেঙ্গে পড়েছে সবকিছু কি তবে সহসাই
নীরবে গোপনে আমাদের ই অজান্তে।
ঐ গগণের পাখি ছিলো সবুজ অবুঝ চঞ্চল মন
আজ নীরবে হা হুতাস তোমার আমার সারাক্ষণ।
সবুজ মনের অবুঝ দরজায় কে হানা দেয়
কার লাগি কি কারণে কাঁদে মন বেদনায়
আজ সবুজের রঙ ফিকে হলো কি কারণ
হয়তো কোনো পিশাচের নিকশ কালো থাবায়।
ঐ গগণের পাখি ছিলো সবুজ অবুঝ চঞ্চল মন
আজ নীরবে হা হুতাস তোমার আমার সারাক্ষণ।
কি জানি কি জানি না কোন বিরহীর ছোঁয়ায়
কিম্বা কোনো কোনো মানুষরুপি হায়েনার পরশে
আজ ব্যথাতুর হৃদয় তোমার আমার সারাবেলা
ঝিরিঝিরি বরিষণ বয়ে যায় মনে বিরহী আবেশে।
ঐ গগণের পাখি ছিলো সবুজ অবুঝ চঞ্চল মন
আজ নীরবে হা হুতাস তোমার আমার সারাক্ষণ।
থেকে থেকে এই যে নিঠুর নীরব কান্না অনুক্ষণ
বুঝি তোমার আমার জীবনে চলছে বিরহ লগন
আজিকে তোমার আমার মন খারাপ যার কারণ
বুঝি সেই হায়েনার বুকেও জ্বলবে সহসা আগুন।
ঐ গগণের পাখি ছিলো সবুজ অবুঝ চঞ্চল মন
আজ নীরবে হা হুতাস তোমার আমার সারাক্ষণ।
পাখনা মেলে না মন চায়না যে উড়তে
ভেঙ্গে পড়েছে সবকিছু কি তবে সহসাই
নীরবে গোপনে আমাদের ই অজান্তে।
ঐ গগণের পাখি ছিলো সবুজ অবুঝ চঞ্চল মন
আজ নীরবে হা হুতাস তোমার আমার সারাক্ষণ।
সবুজ মনের অবুঝ দরজায় কে হানা দেয়
কার লাগি কি কারণে কাঁদে মন বেদনায়
আজ সবুজের রঙ ফিকে হলো কি কারণ
হয়তো কোনো পিশাচের নিকশ কালো থাবায়।
ঐ গগণের পাখি ছিলো সবুজ অবুঝ চঞ্চল মন
আজ নীরবে হা হুতাস তোমার আমার সারাক্ষণ।
কি জানি কি জানি না কোন বিরহীর ছোঁয়ায়
কিম্বা কোনো কোনো মানুষরুপি হায়েনার পরশে
আজ ব্যথাতুর হৃদয় তোমার আমার সারাবেলা
ঝিরিঝিরি বরিষণ বয়ে যায় মনে বিরহী আবেশে।
ঐ গগণের পাখি ছিলো সবুজ অবুঝ চঞ্চল মন
আজ নীরবে হা হুতাস তোমার আমার সারাক্ষণ।
থেকে থেকে এই যে নিঠুর নীরব কান্না অনুক্ষণ
বুঝি তোমার আমার জীবনে চলছে বিরহ লগন
আজিকে তোমার আমার মন খারাপ যার কারণ
বুঝি সেই হায়েনার বুকেও জ্বলবে সহসা আগুন।
ঐ গগণের পাখি ছিলো সবুজ অবুঝ চঞ্চল মন
আজ নীরবে হা হুতাস তোমার আমার সারাক্ষণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২১/১২/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ১৮/১২/২০২০Very good post
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১২/২০২০ভাল।