ফিলিস্তিন-এক
বিশ্ব বেহায়া ইসরাইল,খুনির দল
মানুষের খুনে রক্তখোরের দল উল্লাসে মত্ত
ধ্বংস হোক ইসরাইল,অবৈধ রাষ্ট্র।
ধরিত্রীর যত ঘৃণা,যত অভিশাপ
যেখানে যত ধিক্কার রয়েছে লুক্কায়িত
সবটুকু হোক ইসরাইলের জন্য নির্ধারিত।
রক্তে রাঙানো মুখ
অবুঝ শিশুর মুখ
আহ!ফেটে যায় বুক।
নিরীহ মানুষের খুনে
লাল হলো জমিন ফিলিস্তিনে
কি করে বিশ্ব বিবেক আনন্দ আয়োজনে।
মুসলিম বিশ্ব রুখে দাঁড়াও
কলেমার শক্তিতে এক হও
অস্ত্র ধরো ইসরাইল ধ্বংসে।
ধ্বংস হোক ইসরাইল
ধ্বংস হোক অমানবিকতা
জাগ্রত হোক বিবেক,বিশ্ব মানবতা।
মানুষের খুনে রক্তখোরের দল উল্লাসে মত্ত
ধ্বংস হোক ইসরাইল,অবৈধ রাষ্ট্র।
ধরিত্রীর যত ঘৃণা,যত অভিশাপ
যেখানে যত ধিক্কার রয়েছে লুক্কায়িত
সবটুকু হোক ইসরাইলের জন্য নির্ধারিত।
রক্তে রাঙানো মুখ
অবুঝ শিশুর মুখ
আহ!ফেটে যায় বুক।
নিরীহ মানুষের খুনে
লাল হলো জমিন ফিলিস্তিনে
কি করে বিশ্ব বিবেক আনন্দ আয়োজনে।
মুসলিম বিশ্ব রুখে দাঁড়াও
কলেমার শক্তিতে এক হও
অস্ত্র ধরো ইসরাইল ধ্বংসে।
ধ্বংস হোক ইসরাইল
ধ্বংস হোক অমানবিকতা
জাগ্রত হোক বিবেক,বিশ্ব মানবতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৪/১২/২০২০মুগ্ধতায় পরিপূর্ণ
-
পি পি আলী আকবর ১৪/১২/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ১২/১২/২০২০অমিয় শব্দের সমাহার।❤️
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/১২/২০২০সুন্দর কবিতা।