মর্সিয়া
অনুভবে বিজয়ী হওয়ার প্রত্যয়
পারিপার্শ্বিক পরিস্থিতিতে শুধুই সংশয়।
জলধির বুকে যে ঢেউয়ের মাতম
সেই দোলাচলে হৃদয়পুর হয়ে যায় অক্ষম।
নিদারুণ এক নিঠুরিয়া সুরের তান
বুকেতে বাজায় মর্সিয়া থেকে থেকে সারাক্ষণ।
ভেঙ্গে যায় প্রত্যয় টিকে থাকাই দায়
বিজয়ী হওয়ার প্রত্যাশা নীরবেই সুদূরে হারায়।
জাগতিক সংসারের দায়িত্ব স্কন্ধে চেপে
ধীরলয়ে পদক্ষেপ দুরাশায় হতাশায় মেপে মেপে।
আজ স্বপ্নগুলো কম দামে বেঁচে দিয়ে
চুপচাপ সম্মুখে অবগাহন ব্যথিত পরাণ নিয়ে।
পারিপার্শ্বিক পরিস্থিতিতে শুধুই সংশয়।
জলধির বুকে যে ঢেউয়ের মাতম
সেই দোলাচলে হৃদয়পুর হয়ে যায় অক্ষম।
নিদারুণ এক নিঠুরিয়া সুরের তান
বুকেতে বাজায় মর্সিয়া থেকে থেকে সারাক্ষণ।
ভেঙ্গে যায় প্রত্যয় টিকে থাকাই দায়
বিজয়ী হওয়ার প্রত্যাশা নীরবেই সুদূরে হারায়।
জাগতিক সংসারের দায়িত্ব স্কন্ধে চেপে
ধীরলয়ে পদক্ষেপ দুরাশায় হতাশায় মেপে মেপে।
আজ স্বপ্নগুলো কম দামে বেঁচে দিয়ে
চুপচাপ সম্মুখে অবগাহন ব্যথিত পরাণ নিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১২/২০২০দারুণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/১২/২০২০সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
-
সাইয়িদ রফিকুল হক ০৮/১২/২০২০বাঃ ভা ল।
-
ফয়জুল মহী ০৮/১২/২০২০Excellent writen