কেমনে তারে পাই
কি করে বলি কেমনে বলি
কোথায় তারে পাই
ওগো কেমন করে বলি আমি
কেমনে তারে পাই
ওগো কোথায় তারে পাই
আমি কেমনে তারে পাই।।
আমার আঁখি ঝরে দিবানিশি
কাঁদি আমি তারি লাগি রোজ
বলো কাঁদব কতো আর হায়
কে দেবে মোরে বলো তার খোঁজ
ওগো কোথায় তারে পাই
আমি কেমনে তারে পাই।।
সারাটি জীবন জুড়ে বারেবারে
আমি চাইলাম শুধু তারে
হায়রে তবুও যে পাইলাম নারে
আমি পাইলাম না তারে
ওগো কোথায় তারে পাই
আমি কেমনে তারে পাই।।
৩০/১১/২০২০
কোথায় তারে পাই
ওগো কেমন করে বলি আমি
কেমনে তারে পাই
ওগো কোথায় তারে পাই
আমি কেমনে তারে পাই।।
আমার আঁখি ঝরে দিবানিশি
কাঁদি আমি তারি লাগি রোজ
বলো কাঁদব কতো আর হায়
কে দেবে মোরে বলো তার খোঁজ
ওগো কোথায় তারে পাই
আমি কেমনে তারে পাই।।
সারাটি জীবন জুড়ে বারেবারে
আমি চাইলাম শুধু তারে
হায়রে তবুও যে পাইলাম নারে
আমি পাইলাম না তারে
ওগো কোথায় তারে পাই
আমি কেমনে তারে পাই।।
৩০/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০২/১২/২০২০অনন্য সৃজন
-
Rabia Onti ০১/১২/২০২০খুব সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/১২/২০২০nice post
-
ফয়জুল মহী ৩০/১১/২০২০বাহ্! অসাধারণ প্রকাশ l
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/১১/২০২০সাধনায় মেলে রত্ন।