বন্ধ হৃদয় দুয়ার
মেঘ বালিকার অভিমানী মন
ভেঙ্গে যায় সতত কাঁচের মতন
এলো দিকে দিকে নব বসন্ত ক্ষণ
তবু নরম হলো না যুবকের মন।
মেঘ বালিকার দিন কাটে নারে
হতাশা বারে বারে কাঁদায় তারে
মেঘ বালিকার মনের দুয়ারে
বিরহী ক্ষণ এসে কড়া নারে।
যুবকের মন পড়ে থাকে কোথায়
মেঘ বালিকা নীরবে জানতে চায়
যথারীতি যুবক শুধু নিশ্চুপ ই রয়
মেঘ বালিকা ডুবে যায় অস্থিরতায়।
পাখিরা উড়ে উড়ে সুদূরে হারায়
মেঘ বালিকার মন ও উড়ে যায়
উড়ে যায় পাখিদের মতো অচেনায়
যুবকের সাথে তার অভিমান হয়।
অভিমানি আজ মেঘ বালিকার মন
যুবকের সাথে তার কাটাকাটি এখন
ভালোবাসি আর বলবে না অনুক্ষণ
হৃদয় দুয়ার খুলবে না যখন তখন।
ভেঙ্গে যায় সতত কাঁচের মতন
এলো দিকে দিকে নব বসন্ত ক্ষণ
তবু নরম হলো না যুবকের মন।
মেঘ বালিকার দিন কাটে নারে
হতাশা বারে বারে কাঁদায় তারে
মেঘ বালিকার মনের দুয়ারে
বিরহী ক্ষণ এসে কড়া নারে।
যুবকের মন পড়ে থাকে কোথায়
মেঘ বালিকা নীরবে জানতে চায়
যথারীতি যুবক শুধু নিশ্চুপ ই রয়
মেঘ বালিকা ডুবে যায় অস্থিরতায়।
পাখিরা উড়ে উড়ে সুদূরে হারায়
মেঘ বালিকার মন ও উড়ে যায়
উড়ে যায় পাখিদের মতো অচেনায়
যুবকের সাথে তার অভিমান হয়।
অভিমানি আজ মেঘ বালিকার মন
যুবকের সাথে তার কাটাকাটি এখন
ভালোবাসি আর বলবে না অনুক্ষণ
হৃদয় দুয়ার খুলবে না যখন তখন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩০/১১/২০২০Good
-
Md. Rayhan Kazi ৩০/১১/২০২০অনন্য সৃজন
-
ফয়জুল মহী ২৯/১১/২০২০Wonderful pome
-
সাইয়িদ রফিকুল হক ২৯/১১/২০২০ভাল।