অবক্ষয়
নীতি নাই দুর্নীতি আমার দেশে
এই আমার বাংলাদেশে
রাজনীতিবীদগন কথার ফুলঝুড়ি ছাড়ে
মুখোশের আড়ালে সবকিছু করে হেসে।
স্বাধীনতার এত বছর পরে
দিকে দিকে মুক্তিযোদ্ধার ছড়াছড়ি
করে তারা রোজ প্রদর্শনী
দেখায় ভুয়া সনদের বাড়াবাড়ি।
এই আমার জন্মভূমির বুকে
হয়েছে ঘুষের রাজত্ব কায়েম
মানুষগুলো পচে গেছে আপন স্বার্থে
এই অবক্ষয়ে মর্মাহত হলেম।
রুদ্ধ আজ সত্যের দ্বার
অসত্যের কবজায় বাংলাদেশ
কোনঠাসা আজ সাদা মানুষেরা
জানিনা কি হবে পরিশেষ।
জুন,২০১০
এই আমার বাংলাদেশে
রাজনীতিবীদগন কথার ফুলঝুড়ি ছাড়ে
মুখোশের আড়ালে সবকিছু করে হেসে।
স্বাধীনতার এত বছর পরে
দিকে দিকে মুক্তিযোদ্ধার ছড়াছড়ি
করে তারা রোজ প্রদর্শনী
দেখায় ভুয়া সনদের বাড়াবাড়ি।
এই আমার জন্মভূমির বুকে
হয়েছে ঘুষের রাজত্ব কায়েম
মানুষগুলো পচে গেছে আপন স্বার্থে
এই অবক্ষয়ে মর্মাহত হলেম।
রুদ্ধ আজ সত্যের দ্বার
অসত্যের কবজায় বাংলাদেশ
কোনঠাসা আজ সাদা মানুষেরা
জানিনা কি হবে পরিশেষ।
জুন,২০১০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/১১/২০২০নির্মম বাস্তবতা।
-
শ.ম. শহীদ ২৯/১১/২০২০দারুণ বোধের প্রকাশ।
-
ইউসুফ জামিল ২৯/১১/২০২০সুন্দর লেখনী
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/১১/২০২০অবক্ষয় সারাদেশে চলছে ওরে ভাই,
এর থেকে মুক্তি বুঝি এখন আর নাই। -
ফয়জুল মহী ২৮/১১/২০২০Excellent