অনুভবে
এখনো তোমার কথাই ভাবি
ভেবে ভেবে স্বপ্ন আঁকি
তুমি পর হলে দূরে হারালে তবু
আপন ভেবে তোমাকে বুকে রাখি।
এই ভালোবাসা ফুরাবার নয়
হোক না সহস্র বার পরাজয়
ভালোবাসার গভীরতা স্বপ্ন দেখায়
জানো কি বঁধুয়া ডাকি তোমায়।
আমার ভুবনে তোমার বসবাস
গড়েছ চিরদিনের তরে আবাস
তোমাকে তাড়ানো যায় না কিছুতে
হৃদয় মাঝে করে শুধু হাসফাস।
ভালোবাসা খাঁটি হলেই বুঝি
অনুভবে অনুভবে হৃদয় দ্বারে
থেকে থেকে বঁধুয়া বাশি বাজায়
মরলাম শেষে ভালোবেসে তোমারে।
২০১২
ভেবে ভেবে স্বপ্ন আঁকি
তুমি পর হলে দূরে হারালে তবু
আপন ভেবে তোমাকে বুকে রাখি।
এই ভালোবাসা ফুরাবার নয়
হোক না সহস্র বার পরাজয়
ভালোবাসার গভীরতা স্বপ্ন দেখায়
জানো কি বঁধুয়া ডাকি তোমায়।
আমার ভুবনে তোমার বসবাস
গড়েছ চিরদিনের তরে আবাস
তোমাকে তাড়ানো যায় না কিছুতে
হৃদয় মাঝে করে শুধু হাসফাস।
ভালোবাসা খাঁটি হলেই বুঝি
অনুভবে অনুভবে হৃদয় দ্বারে
থেকে থেকে বঁধুয়া বাশি বাজায়
মরলাম শেষে ভালোবেসে তোমারে।
২০১২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/১১/২০২০ধন্যবাদ।
-
শ.ম. শহীদ ২৯/১১/২০২০অনিন্দ্য সুন্দর প্রকাশ! শুভেচ্ছা।
-
Md. Rayhan Kazi ২৮/১১/২০২০অসাধারণ লেখনী
-
তানভীর আজীমি ২৭/১১/২০২০অসাধারণ ভাবনার অনবদ্য মন ছোঁয়া প্রকাশ,রীতিমত মুগ্ধ হলাম,মুগ্ধতা এক আকাশ,শুভকামনা অনাবিল।
-
Biswanath Banerjee ২৭/১১/২০২০ভাল
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ২৭/১১/২০২০সুন্দর রচনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/১১/২০২০Very Nice.
-
ফয়জুল মহী ২৬/১১/২০২০মনোমুগ্ধকর লেখা উপস্হাপন করেছেন ।