শান্তি
কি রাখবে বলো নিজের করে
আসলে সবই তো পরের তরে
আপন স্বার্থ ভুলে ধরার পরে
রঙিণ করো জীবন জগত সংসারে।
ধরে রাখতে চাইবে যা আপনার করে
ব্যথা দেবে কাঁদাবে তোমায় বারেবারে
বিলায়ে দাও না তুমি কিছু পরের তরে
এর মতো সুখ নাই আর জীবন জুড়ে।
কি রাখবে বলো তুমি আপনার তরে
নিজেরেই তো পারবে না রাখতে ধরে
তবু এত জাড়িজুড়ি বলো কিসের তরে
সবই তো যাবে হারিয়ে ঐ অচিনপুরে।
দাও বিলিয়ে ভাই কিছুটা পরের তরে
সবটুকু রেখে দিও না নিজের করে
পারবে না হায় কিছুই যে রাখতে ধরে
পরের তরে কিছু করলে শান্তি হৃদয় জুড়ে।
২৮/০৭/২০১৮
আসলে সবই তো পরের তরে
আপন স্বার্থ ভুলে ধরার পরে
রঙিণ করো জীবন জগত সংসারে।
ধরে রাখতে চাইবে যা আপনার করে
ব্যথা দেবে কাঁদাবে তোমায় বারেবারে
বিলায়ে দাও না তুমি কিছু পরের তরে
এর মতো সুখ নাই আর জীবন জুড়ে।
কি রাখবে বলো তুমি আপনার তরে
নিজেরেই তো পারবে না রাখতে ধরে
তবু এত জাড়িজুড়ি বলো কিসের তরে
সবই তো যাবে হারিয়ে ঐ অচিনপুরে।
দাও বিলিয়ে ভাই কিছুটা পরের তরে
সবটুকু রেখে দিও না নিজের করে
পারবে না হায় কিছুই যে রাখতে ধরে
পরের তরে কিছু করলে শান্তি হৃদয় জুড়ে।
২৮/০৭/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ২৫/১১/২০২০চমৎকার
-
শ.ম. শহীদ ২৪/১১/২০২০খুব সুন্দর হয়েছে।
শুভেচ্ছা রইলো সম্মানিত কবির জন্য। -
Md. Rayhan Kazi ২৪/১১/২০২০ভালোবাসা জানবেন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/১১/২০২০heart touching
-
ফয়জুল মহী ২৩/১১/২০২০বিমুগ্ধতা অন্তহীন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/১১/২০২০It is very nice!