কবে তুমি আসবে
যায় রে যায় বেলা বয়ে যায়
সে তো আর ফিরে নাহি আয়
কাঁদিয়া কাঁদিয়া দিবস রজনী
কত আর কাটবে ওগো সজনী
খুঁজে কি আর পাব না তোমায়।।
দেখা দেবে না কি তুমি আমায়
পথ চেয়ে কাটবে আর কত হায়
করে গেলে তুমি মোরে অসহায়
আর কত থাকবে লুকিয়ে হায়
খুঁজে কি আর পাব না তোমায়।।
কবে তুমি আসবে মোর হৃদয়ে
দিবা যামী স্বপ্ন বুনি তোমায় নিয়ে
অজানায় থেকে ভেঙ্গনা মোর মন
দেখা দাও হৃদয় দুয়ারে অনুক্ষণ
খুঁজে কি আর পাব না তোমায়।।
যায় রে যায় বেলা বয়ে যায়
সে তো আর দেখা নাহি দেয়
কত আর পথ চেয়ে থাকব হায়
তার তরে কাঁদিয়া হলাম অসহায়
খুঁজে কি আর পাব না তোমায়।।
২২/১১/২০২০
সে তো আর ফিরে নাহি আয়
কাঁদিয়া কাঁদিয়া দিবস রজনী
কত আর কাটবে ওগো সজনী
খুঁজে কি আর পাব না তোমায়।।
দেখা দেবে না কি তুমি আমায়
পথ চেয়ে কাটবে আর কত হায়
করে গেলে তুমি মোরে অসহায়
আর কত থাকবে লুকিয়ে হায়
খুঁজে কি আর পাব না তোমায়।।
কবে তুমি আসবে মোর হৃদয়ে
দিবা যামী স্বপ্ন বুনি তোমায় নিয়ে
অজানায় থেকে ভেঙ্গনা মোর মন
দেখা দাও হৃদয় দুয়ারে অনুক্ষণ
খুঁজে কি আর পাব না তোমায়।।
যায় রে যায় বেলা বয়ে যায়
সে তো আর দেখা নাহি দেয়
কত আর পথ চেয়ে থাকব হায়
তার তরে কাঁদিয়া হলাম অসহায়
খুঁজে কি আর পাব না তোমায়।।
২২/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ২৫/১১/২০২০বাহ চমৎকার
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/১১/২০২০খুঁজে পাওয়া দায়
যে যায় অন্তরায়! -
ফয়জুল মহী ২২/১১/২০২০Excellent