অভেদ সবাই
সকল মানুষ ভাই ভাই
মানুষের মাঝে ভেদাভেদ নাই
নবীজি করেননি মানুষকে ঘৃণা ভাই
তোমরা তবে কেন করো সেটাই।
ভালোবাস সকলকে ভেদাভেদ ভুলে
নয়ত ঠাঁই হবে না কোন কূলে
হারিয়ে যাবে ভাই তুমি অতলে
ঠকাও যদি কাউকে ছলে-বলে-কৌশলে।
কারো ক্ষতি করো না তুমি ও ভাই
হবে না তাহলে ভুবনে তোমার ভালাই
মনীষীজনদের কাছে শুনতে যে পাই
মানুষকে ভালোবাসার অধিক ভালো কিছু নাই।
০৩.০৬.২০০৪
মানুষের মাঝে ভেদাভেদ নাই
নবীজি করেননি মানুষকে ঘৃণা ভাই
তোমরা তবে কেন করো সেটাই।
ভালোবাস সকলকে ভেদাভেদ ভুলে
নয়ত ঠাঁই হবে না কোন কূলে
হারিয়ে যাবে ভাই তুমি অতলে
ঠকাও যদি কাউকে ছলে-বলে-কৌশলে।
কারো ক্ষতি করো না তুমি ও ভাই
হবে না তাহলে ভুবনে তোমার ভালাই
মনীষীজনদের কাছে শুনতে যে পাই
মানুষকে ভালোবাসার অধিক ভালো কিছু নাই।
০৩.০৬.২০০৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২২/১১/২০২০মানুষের ভালোবাসার অধিক কিছু নাই।
-
মাহমুদুর রহমান চৌধুরী ফাহিম ২১/১১/২০২০সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/১১/২০২০নাই কোন ভেদাভেদ
মানুষ আমরা
এ হোক মোদের পরিচয়। -
সাইয়িদ রফিকুল হক ২১/১১/২০২০সুন্দর কথা।
-
ফয়জুল মহী ২১/১১/২০২০অসামান্য লেখনী ।
-
কুমারেশ সরদার ২১/১১/২০২০সুন্দর ভাবনা