নেই কিছু বলার
যুগ যুগ ধরে আশা করিলাম
কত কত চেষ্টা যে করিলাম
কত কাকুতি মিনতি করিলাম
তবু যে আমি হেরেই গেলাম
কত কাঁদলাম কত চাইলাম
তবু না তার দয়া পাইলাম।।
তার তরে কেটেছে দিন রাত
তবু বুকেতে মোর জলপ্রপাত
বোঝেনি তো সে মোর চাওয়া
হয়নি তাই কিছু মোর পাওয়া
কত কাঁদলাম কত চাইলাম
তবু না তার দয়া পাইলাম।।
বুকেতে আজ ব্যথার পাহাড়
কারো তরে নেই কিছু বলার
যে বোঝার সে তো বুঝলো না
মোর আশা পূরণ আর হলো না
কত কাঁদলাম কত চাইলাম
তবু না তার দয়া পাইলাম।
১৯/১০/২০২০
কত কত চেষ্টা যে করিলাম
কত কাকুতি মিনতি করিলাম
তবু যে আমি হেরেই গেলাম
কত কাঁদলাম কত চাইলাম
তবু না তার দয়া পাইলাম।।
তার তরে কেটেছে দিন রাত
তবু বুকেতে মোর জলপ্রপাত
বোঝেনি তো সে মোর চাওয়া
হয়নি তাই কিছু মোর পাওয়া
কত কাঁদলাম কত চাইলাম
তবু না তার দয়া পাইলাম।।
বুকেতে আজ ব্যথার পাহাড়
কারো তরে নেই কিছু বলার
যে বোঝার সে তো বুঝলো না
মোর আশা পূরণ আর হলো না
কত কাঁদলাম কত চাইলাম
তবু না তার দয়া পাইলাম।
১৯/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৭/১১/২০২০বাহ্ চমৎকার লেখনী
-
Md. Jahangir Hossain ০৫/১১/২০২০বাঃ!মনোমুগ্ধকর।
-
আব্দুর রহমান আনসারী ০৫/১১/২০২০খুব ভালো
-
ফয়জুল মহী ০৪/১১/২০২০সুনিপুন ভাবনা
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/১১/২০২০সুন্দর হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১১/২০২০বেশ!