ঘুড়ি
যে ঘুড়ি উড়িয়েছিলাম গগণের বুক জুড়ে
তার সূতো আজ গিয়াছে অজান্তেই ছিঁড়ে
উড়ে যাবে কোথায় জানিনা হয়তো সুদূরে।
০৩/০২/২০১৯
তার সূতো আজ গিয়াছে অজান্তেই ছিঁড়ে
উড়ে যাবে কোথায় জানিনা হয়তো সুদূরে।
০৩/০২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৫/১১/২০২০অণু কবিতা। দারুন।
-
Md. Jahangir Hossain ০৪/১১/২০২০সংক্ষেপ সাবলীল লেখা।
-
ফয়জুল মহী ০৪/১১/২০২০নান্দনিক লেখনী ।
-
শ.ম. শহীদ ০৪/১১/২০২০অনন্য।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১১/২০২০বেশ!