মলিন হৃদয়
সারাবেলা মোর কেঁদে কেঁদে যায়
এ ব্যথা কভু দেখানো নাহি যায়
বুকেতে মোর হায় হায় মাতম
কি করি আমি এ ব্যথা যে চরম
আজ মলিন মোর হৃদয় সারাক্ষণ।।
সারাদিনমান জুড়ে বুকেতে ব্যথা
কি করে বলি মোর বেদনার কথা
বলো কে আছে আর আপনজন
ওগো বুঝবে মোর বেদনা অনুক্ষণ
আজ মলিন মোর হৃদয় সারাক্ষণ।।
মন মোর সারাক্ষণ বেদনার ভাবনায়
কে আছে আর মোর দিকে ফিরে চায়
একা আমি বিরহে একা আমি কান্নায়
বুঝবে না বুঝবে না হায় কেউ আমায়
আজ মলিন মোর হৃদয় সারাক্ষণ।।
২৪/১০/২০২০
এ ব্যথা কভু দেখানো নাহি যায়
বুকেতে মোর হায় হায় মাতম
কি করি আমি এ ব্যথা যে চরম
আজ মলিন মোর হৃদয় সারাক্ষণ।।
সারাদিনমান জুড়ে বুকেতে ব্যথা
কি করে বলি মোর বেদনার কথা
বলো কে আছে আর আপনজন
ওগো বুঝবে মোর বেদনা অনুক্ষণ
আজ মলিন মোর হৃদয় সারাক্ষণ।।
মন মোর সারাক্ষণ বেদনার ভাবনায়
কে আছে আর মোর দিকে ফিরে চায়
একা আমি বিরহে একা আমি কান্নায়
বুঝবে না বুঝবে না হায় কেউ আমায়
আজ মলিন মোর হৃদয় সারাক্ষণ।।
২৪/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৪/১১/২০২০অসাধারণ হয়েছে।
-
Md. Jahangir Hossain ০৩/১১/২০২০সাবলীল অভিব্যক্তি।
-
ইউসুফ জামিল ০৩/১১/২০২০ভালো লেখা।
-
ফয়জুল মহী ০৩/১১/২০২০চমৎকার লিখনশৈলী l
-
হাজেরা কোরেশী অপি ০৩/১১/২০২০অনেক ভালো লাগলো কবি। ভালো থাকেন চিরন্তন।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/১১/২০২০ব্যথা আর বিরহে একাকার ।
কাব্য কথা বলে যায় সবার।
শুভকামনা কবি। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/১১/২০২০excellent...