কাঁদো আল্লাহর কাছে
এ দুনিয়ার মানুষ ফিরাবে তোমায়
কেঁদে কেঁদে হাত পেতে লাভ নাই
মানুষের এতটুকু দয়া হবে নাকো
আপনার স্বার্থে সদা ব্যস্ত যে সবাই।
কাঁদো আল্লাহ্ র কাছে কায়মনে সদা
দিয়েছেন তিনি কত কত নেয়ামত
ফিরাবেন না কিছুতে দয়ালু আল্লাহ্
আল্লাহ্ র কাছে তুমি পাতো ভাই হাত।
জীবনে চলার পথে হয়েছে গুনাহ্
করলে তওবা ভাই ক্ষমা পেয়ে যাবে
আল্লাহ্ বড় দয়ালু ডাকো তারে ভাই
তব জীবনের সব দুঃখ ঘুচে যাবে।
মানুষের দ্বারে দ্বারে আর যেও নাকো
মানুষ ফিরিয়ে দেবে জেনে রাখো তুমি
নামায পড়ে সতত বলো দুঃখ কষ্ট
ঘুচিয়ে দেবেন ব্যথা তিনি অন্তর্যামী।
আগস্ট,২০০৯
কেঁদে কেঁদে হাত পেতে লাভ নাই
মানুষের এতটুকু দয়া হবে নাকো
আপনার স্বার্থে সদা ব্যস্ত যে সবাই।
কাঁদো আল্লাহ্ র কাছে কায়মনে সদা
দিয়েছেন তিনি কত কত নেয়ামত
ফিরাবেন না কিছুতে দয়ালু আল্লাহ্
আল্লাহ্ র কাছে তুমি পাতো ভাই হাত।
জীবনে চলার পথে হয়েছে গুনাহ্
করলে তওবা ভাই ক্ষমা পেয়ে যাবে
আল্লাহ্ বড় দয়ালু ডাকো তারে ভাই
তব জীবনের সব দুঃখ ঘুচে যাবে।
মানুষের দ্বারে দ্বারে আর যেও নাকো
মানুষ ফিরিয়ে দেবে জেনে রাখো তুমি
নামায পড়ে সতত বলো দুঃখ কষ্ট
ঘুচিয়ে দেবেন ব্যথা তিনি অন্তর্যামী।
আগস্ট,২০০৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ৩১/১০/২০২০চমৎকার কথামালায় দারুণ শব্দচয়ন.
-
শ্রীমান দে ৩১/১০/২০২০খুব সুন্দর উপস্থাপনা কবিবন্ধু।। ভাল থাকবেন।
-
আব্দুর রহমান আনসারী ৩১/১০/২০২০অতুলনীয়
-
Md. Jahangir Hossain ৩১/১০/২০২০ভালো লাগার মত লেখা।