দুঃখের ইতিহাস
অখন্ড মেঘমালা সারাটিক্ষণ জুড়ে
স্থির রয় বুকের পাজরে
বলি ঝিরি ঝিরি বরিষণ ঝরলেই পারে
তবু তো শান্ত হাওয়া লাগতো হৃদয়পুরে।
কোথাকার কোনো শীতল হাওয়া
দেয় না দোলা-শুধু পথ চাওয়া
কাটে না মেঘমালা আঁধারের আসা যাওয়া
স্তব্ধতায় বন্ধি চাওয়া-পাওয়া।
তবু থাকে প্রার্থনা হৃদয়জুড়ে সারাবেলা
মেঘমুক্ত হবে জীবন ঘুচবে ছলাকলা
আলোক ধারা করবে আলোকিত পথচলা
ঝিরি ঝিরি সমীরণ দিয়ে যাবে দোলা।
সুখ-শান্তির ইতিহাস জীবনজুড়ে নাই
আলোর প্রার্থনায় দুঃখের ইতিহাস লিখে যাই
মেঘমালা কাটবে সেই প্রার্থনায় বৈঠা চালাই
জীবন সমুদ্রে সারাবেলা সংগ্রামী আমি তাই।
১১.১২.২০১৬
স্থির রয় বুকের পাজরে
বলি ঝিরি ঝিরি বরিষণ ঝরলেই পারে
তবু তো শান্ত হাওয়া লাগতো হৃদয়পুরে।
কোথাকার কোনো শীতল হাওয়া
দেয় না দোলা-শুধু পথ চাওয়া
কাটে না মেঘমালা আঁধারের আসা যাওয়া
স্তব্ধতায় বন্ধি চাওয়া-পাওয়া।
তবু থাকে প্রার্থনা হৃদয়জুড়ে সারাবেলা
মেঘমুক্ত হবে জীবন ঘুচবে ছলাকলা
আলোক ধারা করবে আলোকিত পথচলা
ঝিরি ঝিরি সমীরণ দিয়ে যাবে দোলা।
সুখ-শান্তির ইতিহাস জীবনজুড়ে নাই
আলোর প্রার্থনায় দুঃখের ইতিহাস লিখে যাই
মেঘমালা কাটবে সেই প্রার্থনায় বৈঠা চালাই
জীবন সমুদ্রে সারাবেলা সংগ্রামী আমি তাই।
১১.১২.২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাজেরা কোরেশী অপি ৩০/১০/২০২০ভালো লিখেছেন কবি। জীবন যুদ্ধে আমরা সবাই ই কোনো না কোনো ভাবে সংগ্রামী। ভালো থাকেন চিরন্তন।
-
শ.ম. শহীদ ৩০/১০/২০২০ভালো লেখা। শুভ-কামনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/১০/২০২০Very Nice to read. Thanks.
-
আব্দুর রহমান আনসারী ৩০/১০/২০২০সুন্দর লেখা
-
কুমারেশ সরদার ৩০/১০/২০২০মুগ্ধ হলাম
-
ফয়জুল মহী ৩০/১০/২০২০চমৎকার শব্দ, অনুষঙ্গ , আর ভাব।