নিজেকে হারাবে
অভিমান জমেছে যত
তার ও বেশি হৃদয়ে ক্ষত
তুমি মুছিয়ে দেবে কিভাবে
হৃদয় যে পুড়ে পুড়ে যাবে।
প্রেমের পথে হাঁটা মুসকিল
খোলেনা কেউ হৃদয়ের খিল
হৃদয় দরজার ওপাশে ছলনা
মনের কথা কেউ বলে না।
অভিনয়ে অভিনয়ে সারাবেলা
কে বুঝবে প্রেমের ছলাকলা
তবু মুসকিল সাগরে ডুব দেই
এই প্রেমের জলধিতে কূল নেই।
তুমি প্রেমে পড়বে তবে কিভাবে
কূল হীন সাগরে ঠিকই হারাবে
হৃদয়ের ক্ষত মুছতে এসো না
নিজেকে তবে আর খুঁজে পাবে না।
০২/০৯/২০১৮
তার ও বেশি হৃদয়ে ক্ষত
তুমি মুছিয়ে দেবে কিভাবে
হৃদয় যে পুড়ে পুড়ে যাবে।
প্রেমের পথে হাঁটা মুসকিল
খোলেনা কেউ হৃদয়ের খিল
হৃদয় দরজার ওপাশে ছলনা
মনের কথা কেউ বলে না।
অভিনয়ে অভিনয়ে সারাবেলা
কে বুঝবে প্রেমের ছলাকলা
তবু মুসকিল সাগরে ডুব দেই
এই প্রেমের জলধিতে কূল নেই।
তুমি প্রেমে পড়বে তবে কিভাবে
কূল হীন সাগরে ঠিকই হারাবে
হৃদয়ের ক্ষত মুছতে এসো না
নিজেকে তবে আর খুঁজে পাবে না।
০২/০৯/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/১০/২০২০মুগ্ধতা একরাশ প্রিয় কবি।
-
আব্দুর রহমান আনসারী ২৮/১০/২০২০খুব সুন্দর
-
ফয়জুল মহী ২৮/১০/২০২০অনেক ভালো লাগলো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/১০/২০২০অসাধারণ
-
Biswanath Banerjee ২৮/১০/২০২০wonderful