আমার মুহাম্মদের নাম
হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে
ছুঁয়ে যায় এসে এসে
মুহাম্মদের নাম
আমার মুহাম্মদের নাম।
ঐ শোনো পাখির কন্ঠে
সুমধুর কলতান
সে তো মুহাম্মদের নাম
আমার মুহাম্মদের নাম।
ঐ ফুলের বাগিচায়
যত সুবাস ছড়ানো
সবই লয়ে মুহাম্মদের নাম
আমার মুহাম্মদের নাম।
কূল কূল রবে বয়ে চলে
জলধির জলধারা
বুকেতে নিয়ে সে মধুর নাম
আমার মুহাম্মদের নাম।
মোর ধ্যানে জ্ঞানে বুকেতে
সদা জাগ্রত যে নাম
সে তো মুহাম্মদের নাম
আমার মুহাম্মদের নাম।
২৯.০৮.২০১৬
ছুঁয়ে যায় এসে এসে
মুহাম্মদের নাম
আমার মুহাম্মদের নাম।
ঐ শোনো পাখির কন্ঠে
সুমধুর কলতান
সে তো মুহাম্মদের নাম
আমার মুহাম্মদের নাম।
ঐ ফুলের বাগিচায়
যত সুবাস ছড়ানো
সবই লয়ে মুহাম্মদের নাম
আমার মুহাম্মদের নাম।
কূল কূল রবে বয়ে চলে
জলধির জলধারা
বুকেতে নিয়ে সে মধুর নাম
আমার মুহাম্মদের নাম।
মোর ধ্যানে জ্ঞানে বুকেতে
সদা জাগ্রত যে নাম
সে তো মুহাম্মদের নাম
আমার মুহাম্মদের নাম।
২৯.০৮.২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/১০/২০২০রাসূল বন্দনা অনেক অনেক সুন্দর হয়েছে।
-
ফয়জুল মহী ২৬/১০/২০২০Respect. Good post
-
Md. Jahangir Hossain ২৬/১০/২০২০সুন্দর কথা মালা।
-
মোঃ মুসা খান ২৬/১০/২০২০চমৎকার হয়েছে।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/১০/২০২০মুহাম্মদের নাম বড়ই মধুর।