রঙের পুতুল
দম থাকতে মানুষ
উড়ায় রঙের ফানুস
কতো দেমাগ কতো অহংকার
ভেঙ্গে চূড়ে সব হবে চূড়মার।
সময় আসবে যখন
অবুঝ মানুষ বুঝবে তখন
এই ছলচাতুরি এই বিজয়
মূলতঃ কোনো প্রাপ্তি নয়।
দুনিয়ার রঙের বাজারে
মানুষ রঙিন খেলনা রে
সময় খেলছে কতো খেলা
মানুষ বুঝলো না ছলাকলা।
রঙের পুতুল রঙিন মানুষ
ওরে ভাই হইও না বেহুস
সময় থাকতে সচেতন হও
পথের পাথেয় জোগাড় করে লও।
তোমার দম থাকতে রঙের খেলা
করবে আর কতো সারাবেলা
ছল-চাতুরি ঠাট্টা তামাশা ভুলে
জীবনকে নাও সহীহ রাস্তার কূলে।
উড়ায় রঙের ফানুস
কতো দেমাগ কতো অহংকার
ভেঙ্গে চূড়ে সব হবে চূড়মার।
সময় আসবে যখন
অবুঝ মানুষ বুঝবে তখন
এই ছলচাতুরি এই বিজয়
মূলতঃ কোনো প্রাপ্তি নয়।
দুনিয়ার রঙের বাজারে
মানুষ রঙিন খেলনা রে
সময় খেলছে কতো খেলা
মানুষ বুঝলো না ছলাকলা।
রঙের পুতুল রঙিন মানুষ
ওরে ভাই হইও না বেহুস
সময় থাকতে সচেতন হও
পথের পাথেয় জোগাড় করে লও।
তোমার দম থাকতে রঙের খেলা
করবে আর কতো সারাবেলা
ছল-চাতুরি ঠাট্টা তামাশা ভুলে
জীবনকে নাও সহীহ রাস্তার কূলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ২৬/১০/২০২০সুন্দর
-
Md. Jahangir Hossain ২৫/১০/২০২০সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ২৫/১০/২০২০সময়ের সঠিক মান
দিতে পারে জীবনের ত্রাণ। -
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/১০/২০২০বাহ, সুন্দর তো।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১০/২০২০ভালো।
-
হাজেরা কোরেশী অপি ২৪/১০/২০২০খুবই সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ২৪/১০/২০২০দারুণ
-
ফয়জুল মহী ২৪/১০/২০২০একরাশ মুগ্ধতা রইলো।