ভালোবাসার আহ্বান
একটু ফিরে তাকাও
এভাবে কেন যাও
তোমায় কত ভালোবাসি
তা তো শুনে যাও।
তোমার জন্য দিবস রজনী
বিরহে কাটে ওগো সজনী
কেন তুমি দূরেতে রও
দিয়ে মধুর হাতছানি।
এভাবে চলে যেতে নেই
একটু তো সাড়া দাও
দেখ আমি দাড়িয়ে একা
ভালোবাসার মূল্য তো দাও।
এই তোমার ই জন্যে
যুগ যুগ পথ চেয়ে
রয়েছি আমি প্রতীক্ষায়
একটু ভাবো আমায় নিয়ে।
এইভাবে যেও না চলে
রে বধুয়া আমায় ফেলে
একটু ফিরে তাকাও
ভালোবাসি তোমায় পলে পলে।
এভাবে কেন যাও
তোমায় কত ভালোবাসি
তা তো শুনে যাও।
তোমার জন্য দিবস রজনী
বিরহে কাটে ওগো সজনী
কেন তুমি দূরেতে রও
দিয়ে মধুর হাতছানি।
এভাবে চলে যেতে নেই
একটু তো সাড়া দাও
দেখ আমি দাড়িয়ে একা
ভালোবাসার মূল্য তো দাও।
এই তোমার ই জন্যে
যুগ যুগ পথ চেয়ে
রয়েছি আমি প্রতীক্ষায়
একটু ভাবো আমায় নিয়ে।
এইভাবে যেও না চলে
রে বধুয়া আমায় ফেলে
একটু ফিরে তাকাও
ভালোবাসি তোমায় পলে পলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৫/১০/২০২০অসংখ্য ধন্যবাদ জানবেন প্রিয়৷
-
কল্পনা বিলাসী ২৩/১০/২০২০সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/১০/২০২০সুন্দর লেখনী।
-
আব্দুর রহমান আনসারী ২৩/১০/২০২০দারুন লিখেছেন
-
জীবন রহমান ২৩/১০/২০২০খুব সুন্দর হইছে
-
ফয়জুল মহী ২৩/১০/২০২০আপনাকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা