ক্ষমা করো
করেছি সতত ভুল কাঁদছি যে তাই
আমি যে গুনাহ্গার বড় অসহায়
কেঁদে কেঁদে জেরবার মোর দেহ-প্রাণ
ক্ষমা করো ক্ষমা করো আল্লাহ্ আমায়।
ভয়ে আমি থর থর করে কেঁপে যাই
হয় কি মোর নামায ভাবি নিরালায়
পাপি-তাপি এই আমি তুলেছি দু’হাত
ক্ষমা করো ক্ষমা করো আল্লাহ্ আমায়।
করেছি কত যে পাপ নাই জানা নাই
অনুতাপে পোড়ে শুধু আমার হৃদয়
তওবা করছি আমি ওগো দয়াময়
ক্ষমা করো ক্ষমা করো আল্লাহ্ আমায়।
একূলে ওকূলে আমি দয়া যেন পাই
ইয়া আল্লাহ্ সঠিক পথ দেখাও আমায়
ভুল পথে আর যেন কভু নাহি যাই
ক্ষমা করো ক্ষমা করো আল্লাহ্ আমায়।
২৪.০৮.২০০৯
আমি যে গুনাহ্গার বড় অসহায়
কেঁদে কেঁদে জেরবার মোর দেহ-প্রাণ
ক্ষমা করো ক্ষমা করো আল্লাহ্ আমায়।
ভয়ে আমি থর থর করে কেঁপে যাই
হয় কি মোর নামায ভাবি নিরালায়
পাপি-তাপি এই আমি তুলেছি দু’হাত
ক্ষমা করো ক্ষমা করো আল্লাহ্ আমায়।
করেছি কত যে পাপ নাই জানা নাই
অনুতাপে পোড়ে শুধু আমার হৃদয়
তওবা করছি আমি ওগো দয়াময়
ক্ষমা করো ক্ষমা করো আল্লাহ্ আমায়।
একূলে ওকূলে আমি দয়া যেন পাই
ইয়া আল্লাহ্ সঠিক পথ দেখাও আমায়
ভুল পথে আর যেন কভু নাহি যাই
ক্ষমা করো ক্ষমা করো আল্লাহ্ আমায়।
২৪.০৮.২০০৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৫/১০/২০২০অনিদ্র সুন্দর চয়ন করেছেন
-
হাজেরা কোরেশী অপি ২৪/১০/২০২০অনেক ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।
-
মোঃ অমিত হাসান ২৪/১০/২০২০অসাধারণ অনুভূতি
-
আব্দুর রহমান আনসারী ২৪/১০/২০২০সুন্দর আবেগময় অনুভূতি
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/১০/২০২০nice
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/১০/২০২০Good post.
-
ফয়জুল মহী ২৩/১০/২০২০সুকোমল অনুভূতি ।