বিজয়ের ছবি এঁকো
যদি ভাঙ্গে মন ব্যথায় ব্যথায়
লুকিয়ে রেখ ক্ষত বুকেতে পাথর চাপায়
এই জনারণ্যে কেউ কারো নয়
কাঁদবে না কেউ তোমার ব্যথায়।
তোমার অভিমান ঠিক নষ্ট হয়ে যাবে
কিভাবে অভিমান পুষে রাখবে তবে
কেউ দেবে না সাড়া এই নিঠুর ভবে
কেউ নয় তব আপন জেনে রাখ এবে।
নিঠুর দুনিয়ায় সমব্যথী পাওয়া মুসকিল
ক জনেরই আর থাকে বলো দারাজ দিল্
গতির দুনিয়ায় আপনাতে ব্যস্ত সবে অনাবিল
কেউ খোলে না কারো তরে দরজার খিল।
অনুভবে অনুভবে তাই কষ্ট চাপা রেখ
আপন ভুবনে আপনি একাকি স্বপ্ন দেখ
বিরহ ব্যথায় কভু হাল ছেড়ে দিও নাকো
পরাজয় আসুক তবু বিজয়ের ছবি এঁকো।
যদি ভাঙ্গে তব মন পরাজয়ে বারবার
তবু আশা রেখ মনে ফের উঠে দাঁড়াবার
কেউ সাহস জোগাবে না জীবন পারাবার
তবু তুমি থেমে যেও না লড়ে যাও বারবার।
০৫/০৯/২০১৮
লুকিয়ে রেখ ক্ষত বুকেতে পাথর চাপায়
এই জনারণ্যে কেউ কারো নয়
কাঁদবে না কেউ তোমার ব্যথায়।
তোমার অভিমান ঠিক নষ্ট হয়ে যাবে
কিভাবে অভিমান পুষে রাখবে তবে
কেউ দেবে না সাড়া এই নিঠুর ভবে
কেউ নয় তব আপন জেনে রাখ এবে।
নিঠুর দুনিয়ায় সমব্যথী পাওয়া মুসকিল
ক জনেরই আর থাকে বলো দারাজ দিল্
গতির দুনিয়ায় আপনাতে ব্যস্ত সবে অনাবিল
কেউ খোলে না কারো তরে দরজার খিল।
অনুভবে অনুভবে তাই কষ্ট চাপা রেখ
আপন ভুবনে আপনি একাকি স্বপ্ন দেখ
বিরহ ব্যথায় কভু হাল ছেড়ে দিও নাকো
পরাজয় আসুক তবু বিজয়ের ছবি এঁকো।
যদি ভাঙ্গে তব মন পরাজয়ে বারবার
তবু আশা রেখ মনে ফের উঠে দাঁড়াবার
কেউ সাহস জোগাবে না জীবন পারাবার
তবু তুমি থেমে যেও না লড়ে যাও বারবার।
০৫/০৯/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ অমিত হাসান ১৫/১০/২০২০চমৎকার বিরহ গাঁথা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/১০/২০২০ভালো
-
আব্দুর রহমান আনসারী ১৫/১০/২০২০চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/১০/২০২০nice
-
ফয়জুল মহী ১৪/১০/২০২০সুনিপুন ভাবনা