ব্যবধান রয়ে গেল
আমি দেখি উপরে বিশাল আসমান জগত জুড়ে
দেখি বিস্তৃত জমিন নিচেতে বিদ্যমান ধরার পরে
কূপমন্ডুক দেখে তার চারদিকে শুধু চারদেয়াল
ব্যবধান রয়ে গেল তাই আমাদের মাঝে চিরকাল।
আমি ভেবেছি ভালোবেসে ধরায় ফোটাবো ফুল
মানুষে মানুষে আর ফোটাবে না কখনো ই হুল
কূপমন্ডুক খুঁজে ফেরে সবাতে সবার রেষারেষি
পারলাম না কূপমন্ডুকের মুখে ফোটাতে হাসি।
আমি চেয়েছি মানুষে মানুষে রবে কোলাকুলি
ভুলে যাবে সকলে একে অপরে সব গালাগালি
কূপমন্ডুক স্বার্থপরতায় সৃষ্টি করে রোজ দলাদলি
বোঝানো গেলো না তারে এসো সৎ পথে চলি।
আমি ভরপুর করেছিলাম হৃদয় ঠিক বিশালতায়
যেখানে আশ্রয় পেতে পারে সবাই ঠিক নির্দ্ধিধায়
কূপমন্ডুক চারিদিকে তাদের বুকেতে হায় বিভেদ
ব্যবধান রয়ে গেল তাই আমাদের রইল যে ছেদ।
১৩/১০/২০২০
দেখি বিস্তৃত জমিন নিচেতে বিদ্যমান ধরার পরে
কূপমন্ডুক দেখে তার চারদিকে শুধু চারদেয়াল
ব্যবধান রয়ে গেল তাই আমাদের মাঝে চিরকাল।
আমি ভেবেছি ভালোবেসে ধরায় ফোটাবো ফুল
মানুষে মানুষে আর ফোটাবে না কখনো ই হুল
কূপমন্ডুক খুঁজে ফেরে সবাতে সবার রেষারেষি
পারলাম না কূপমন্ডুকের মুখে ফোটাতে হাসি।
আমি চেয়েছি মানুষে মানুষে রবে কোলাকুলি
ভুলে যাবে সকলে একে অপরে সব গালাগালি
কূপমন্ডুক স্বার্থপরতায় সৃষ্টি করে রোজ দলাদলি
বোঝানো গেলো না তারে এসো সৎ পথে চলি।
আমি ভরপুর করেছিলাম হৃদয় ঠিক বিশালতায়
যেখানে আশ্রয় পেতে পারে সবাই ঠিক নির্দ্ধিধায়
কূপমন্ডুক চারিদিকে তাদের বুকেতে হায় বিভেদ
ব্যবধান রয়ে গেল তাই আমাদের রইল যে ছেদ।
১৩/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/১০/২০২০ব্যবধান ভাঙ্গতে হবে।
-
আব্দুর রহমান আনসারী ১৩/১০/২০২০বেশ সুন্দর
-
Md. Rayhan Kazi ১৩/১০/২০২০অনন্য সৃজন
-
ফয়জুল মহী ১৩/১০/২০২০Valo laglo kobita