কালোরাত্রির পর
স্বাধীনতার অধিকার রয়েছে সবার
তোমার আমার আমাদের সারা বিশ্বের
তবু হানাদার পিশাচেরা আমাদের শোষণে
রেখে দিতে চেয়েছিল যুগ যুগান্তর।
কিন্তু তাতো হবার নয় বাঙালি বীরের জাতি
শোষণ নীপিড়ণ মেনে নেবে কি সারাজীবন
গর্জে উঠেছিল তাই একাত্তরে বীর বাঙালি
স্বাধীনতা চেয়েছে বাঙলার জমিনের পর।
পাকিস্তানি কাপুরুষ গোপনে করলো আক্রমন
মারলো বাঙলার দামাল ছেলেদের মার্চে
সৃষ্টি হলো কালোরাত্রি বাঙলার বুকেতে
আর গর্জে উঠল বাঙালি এই ধরার পর।
একাত্তরের মার্চে পাকিস্তানি কাপুরুষ দল
জ্বালালো যে আগুন সেই অাঁচেই মরলো সবে
জেগে ওঠা বাঙালি স্বাধীনতা আনলো ধরায়
পেল সোনার বাংলাদেশ কালোরাত্রির পর।
তোমার আমার আমাদের সারা বিশ্বের
তবু হানাদার পিশাচেরা আমাদের শোষণে
রেখে দিতে চেয়েছিল যুগ যুগান্তর।
কিন্তু তাতো হবার নয় বাঙালি বীরের জাতি
শোষণ নীপিড়ণ মেনে নেবে কি সারাজীবন
গর্জে উঠেছিল তাই একাত্তরে বীর বাঙালি
স্বাধীনতা চেয়েছে বাঙলার জমিনের পর।
পাকিস্তানি কাপুরুষ গোপনে করলো আক্রমন
মারলো বাঙলার দামাল ছেলেদের মার্চে
সৃষ্টি হলো কালোরাত্রি বাঙলার বুকেতে
আর গর্জে উঠল বাঙালি এই ধরার পর।
একাত্তরের মার্চে পাকিস্তানি কাপুরুষ দল
জ্বালালো যে আগুন সেই অাঁচেই মরলো সবে
জেগে ওঠা বাঙালি স্বাধীনতা আনলো ধরায়
পেল সোনার বাংলাদেশ কালোরাত্রির পর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ০১/১০/২০২০ভালো
-
আব্দুর রহমান আনসারী ৩০/০৯/২০২০ভালো
-
ফয়জুল মহী ২৯/০৯/২০২০অনবদ্য লেখনশৈলী ।