www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষ

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান
আমার চোখে ভেদাভেদ নাই
এক আল্লাহ্ র সৃষ্টি সবাই
এ কথা মনে রাখা চাই।

হেন না আঘাত কারো তরে
ধরো না টুটি চেপে কারো
মানবতার অপমান করো না
সাহায‌্যের হাত বাড়াও যদি পারো।

ধরা মাঝে মানুষ-ই আপনজন
সাম্প্রদায়িকতা-রেষারেষি আর নয়
ধরো হাত,তোলো পাল সাম‌্যের
চলার পথে থাকবে না ভয়।

বিভেদের বেড়াজাল ছিন্ন করে
সকলকে নাও আপন করে
ছোট-বড়,উঁচু-নিচু মানুষ সবে
অহংকার করো না ধরার পরে।

পাপী-পূণ‌্যবান ধার্মিক-বিধর্মী
সবাইকে দিচ্ছেন আল্লাহ্ সবকিছু
তবে কেন হিংসে,করো দলাদলি
শুধু ভালোবাস-ভুলে উঁচু-নিচু।

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান
সাদা-কালো,আরো আছে যত জাতি
সকল মানুষ ভাই ভাই ভবে
গড়বো পৃথিবী সবে মিলে দিবা-রাতি।
এপ্রিল,২০১২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ২৬/০৯/২০২০
    অসাধারণ লেখনী
  • ফয়জুল মহী ২৬/০৯/২০২০
    খুব সুন্দর লেখা।।
  • ভালো।
  • সময়োপযোগী ভালো লেখা
  • খুবই বাস্তবিক ও সত্য কথন।
 
Quantcast