দেশদ্রোহী
এখানে অপরাধিদের হাতে ক্ষমতা
অপরাধিরাই হয়েছে আজ রক্ষাকর্তা
এক একটা হারামি আজ নীতি নির্ধারক
চেটে পুটে খাচ্ছে যেখানে পাচ্ছে যা তা।
সরল সহজ মানুষ হয়েছে আজ বোকা
যারা হাঁটতে জানেনা পথ আঁকা বাঁকা
শুয়োরের বাচ্চারা খেলছে তাদের নিয়ে
গোগ্রাসে গিলছে সব দেশটাকে করে ফাঁকা।
এক দল দেশজুড়ে খুলেছে ঘুষের বাজার
কুত্তার বাচ্চারা ঘুষ নিয়ে করছে কারবার
অসহায় মানুষের জোটেনা কেরানি জীবন
হায় শয়তানও হার মেনেছে বুঝি এবার।
আমজনতার জীবন নিয়ে করছে ব্যবসা
পুড়ে গেছে আমজনতার জীবনের আশা
পদে পদে ভোগান্তি আর অফিসে হয়রানি
মানুষের জীবনে নাই আর কোনো ভরসা।
বেঁচে থাকা নিঠুর দায়ভার আজ এখানে
ঈমান ও আমল টিকিয়ে রাখা কষ্টসাধ্য
অসাধু জনের নিয়ন্ত্রনে চলে গেছে সব
প্রতিবাদী হলেও বলবে সব শালা অবাধ্য।
অপরাধিরাই হয়েছে আজ রক্ষাকর্তা
এক একটা হারামি আজ নীতি নির্ধারক
চেটে পুটে খাচ্ছে যেখানে পাচ্ছে যা তা।
সরল সহজ মানুষ হয়েছে আজ বোকা
যারা হাঁটতে জানেনা পথ আঁকা বাঁকা
শুয়োরের বাচ্চারা খেলছে তাদের নিয়ে
গোগ্রাসে গিলছে সব দেশটাকে করে ফাঁকা।
এক দল দেশজুড়ে খুলেছে ঘুষের বাজার
কুত্তার বাচ্চারা ঘুষ নিয়ে করছে কারবার
অসহায় মানুষের জোটেনা কেরানি জীবন
হায় শয়তানও হার মেনেছে বুঝি এবার।
আমজনতার জীবন নিয়ে করছে ব্যবসা
পুড়ে গেছে আমজনতার জীবনের আশা
পদে পদে ভোগান্তি আর অফিসে হয়রানি
মানুষের জীবনে নাই আর কোনো ভরসা।
বেঁচে থাকা নিঠুর দায়ভার আজ এখানে
ঈমান ও আমল টিকিয়ে রাখা কষ্টসাধ্য
অসাধু জনের নিয়ন্ত্রনে চলে গেছে সব
প্রতিবাদী হলেও বলবে সব শালা অবাধ্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ৩০/০৮/২০২০Osadharo likhoni, amar valo legeche apnar likhati
-
ফয়জুল মহী ২৯/০৮/২০২০লেখা পড়ে বিমোহিত হলাম
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৮/২০২০ভালো বলেছেন। তবে ভালো মানুষ আছেন এখনও, তাই দুনিয়া সচল।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৮/২০২০সকলেই দোষী নয়, কেউ-কেউ।