হয়ত এখন অসময় দ্বিতীয় পর্ব
যদি বুক ফেটে যায়
গভীর নীরব কান্নায়
তবু হাল ছেড় না তায়
হয়ত এখন অসময়।
যদি মেঘ না কাটে হায়
তব হৃদয়ের বাগিচায়
অাঁধারে ডুব দিও না তায়
হয়ত এখন অসময়।
যদি জলধির ঢেউ সবসময়
তব হৃদমাঝারে নীরবে বয়
তবু স্রোতে ভেসে যেও না তায়
হয়ত এখন অসময়।
যদি ঝিরি ঝিরি বরিষণ বয়
জীবনজুড়ে এক ই ধারায়
তবু অাশাহত হইও না তায়
হয়ত এখন অসময়।
যদি ফুল না ফোটে হায়
তব হৃদয়ের দরজায়
অনুর্বর হৃদয় ভেব না তায়
হয়ত এখন অসময়।
গভীর নীরব কান্নায়
তবু হাল ছেড় না তায়
হয়ত এখন অসময়।
যদি মেঘ না কাটে হায়
তব হৃদয়ের বাগিচায়
অাঁধারে ডুব দিও না তায়
হয়ত এখন অসময়।
যদি জলধির ঢেউ সবসময়
তব হৃদমাঝারে নীরবে বয়
তবু স্রোতে ভেসে যেও না তায়
হয়ত এখন অসময়।
যদি ঝিরি ঝিরি বরিষণ বয়
জীবনজুড়ে এক ই ধারায়
তবু অাশাহত হইও না তায়
হয়ত এখন অসময়।
যদি ফুল না ফোটে হায়
তব হৃদয়ের দরজায়
অনুর্বর হৃদয় ভেব না তায়
হয়ত এখন অসময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৩/০৮/২০২০অবিশ্বাস্য লেখবী
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/০৮/২০২০অসাধারন
-
ফয়জুল মহী ২০/০৮/২০২০মাধুর্যমণ্ডিত প্রকাশ। একরাশ মুগ্ধতা একরাশ ভালো লাগার ভালোবাসা ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০৮/২০২০খুব ভালো হয়েছে।