হয়ত এখন অসময়
যদি মন ভেঙ্গে যায়
কেউ ফিরে না চায়
ডুবে যেওনা হতাশায়
হয়ত এখন অসময়।
যদি স্বপ্নগুলো উড়ে যায়
মন কাঁদে কভু নিরালায়
স্বপ্নহারা হইও না বেদনায়
হয়ত এখন অসময়।
যদি আশাগুলো মরে যায়
সুখের পাখিরা উড়ে যায়
ডুবে যেও না অাঁধারে হায়
হয়ত এখন অসময়।
যদি পথহারা হয় হৃদয়
কোনো কূল খুঁজে না পায়
তবু স্থির থাকো প্রতীক্ষায়
হয়ত এখন অসময়।
যদি কাঁদে মন নিরালায়
নিশ্চুপে আঁখি ঝরে যায়
তবু অাশা ছেড় না হায়
হয়ত এখন অসময়।
কেউ ফিরে না চায়
ডুবে যেওনা হতাশায়
হয়ত এখন অসময়।
যদি স্বপ্নগুলো উড়ে যায়
মন কাঁদে কভু নিরালায়
স্বপ্নহারা হইও না বেদনায়
হয়ত এখন অসময়।
যদি আশাগুলো মরে যায়
সুখের পাখিরা উড়ে যায়
ডুবে যেও না অাঁধারে হায়
হয়ত এখন অসময়।
যদি পথহারা হয় হৃদয়
কোনো কূল খুঁজে না পায়
তবু স্থির থাকো প্রতীক্ষায়
হয়ত এখন অসময়।
যদি কাঁদে মন নিরালায়
নিশ্চুপে আঁখি ঝরে যায়
তবু অাশা ছেড় না হায়
হয়ত এখন অসময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ৩০/০৮/২০২০Osadharon! amar priyo bhai, priyo kobi
-
Md. Jahangir Hossain ১০/০৮/২০২০অসম্ভব সুন্দর লেখনী, পথ হারা পাবে পথের সন্ধান।
-
নীলাঞ্জন চক্রবর্তী ০৪/০৮/২০২০সত্যিই আশাবাদী লেখা।
-
আব্দুর রহমান আনসারী ০৪/০৮/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ০৪/০৮/২০২০সৃজনশীল রুচিসম্পন্ন লেখা ।