হৃদয় বাড়ি
সে তো এক নিঠুরিয়া
মোর ভালোবাসা নিয়া
করে ছলাকলা
ওগো করে ছলাকলা।
খুলে সে হৃদয় দুয়ার
ডাকে কাছে বারেবার
যদি তার পানে যাই
করে সে পালাই পালাই।
ওগো তারে বুঝিতে নারি
বসিছে সে হৃদয় বাড়ি
তবু সে অস্থির চনমনে
পোড়ায় মোরে ক্ষণে ক্ষণে।
নিঠুরিয়া বধুয়া মোর
সে তো নিদারুণ মনচোর
বুঝিনা তার ছলনা হায়
থেকে থেকে হৃদয় পোড়ায়।
কবে সে বুঝবে মোরে
শুধু প্রতিক্ষায় আছি রে
কবে বধুয়া হবে স্থির
গড়বো ভালোবাসার নীড়।
মোর ভালোবাসা নিয়া
করে ছলাকলা
ওগো করে ছলাকলা।
খুলে সে হৃদয় দুয়ার
ডাকে কাছে বারেবার
যদি তার পানে যাই
করে সে পালাই পালাই।
ওগো তারে বুঝিতে নারি
বসিছে সে হৃদয় বাড়ি
তবু সে অস্থির চনমনে
পোড়ায় মোরে ক্ষণে ক্ষণে।
নিঠুরিয়া বধুয়া মোর
সে তো নিদারুণ মনচোর
বুঝিনা তার ছলনা হায়
থেকে থেকে হৃদয় পোড়ায়।
কবে সে বুঝবে মোরে
শুধু প্রতিক্ষায় আছি রে
কবে বধুয়া হবে স্থির
গড়বো ভালোবাসার নীড়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৪/০৮/২০২০অসাধারণ লেখনী মুগ্ধতায় ভরেগেল।
-
পি পি আলী আকবর ০৪/০৮/২০২০মুগ্ধ হলাম লেখায়
-
ফয়জুল মহী ০৩/০৮/২০২০মনোযোগ দিয়ে পড়লাম । মুগ্ধ হলাম লেখায়