গুনাহগার
করি তওবাহ্ বারবার
ফের হই গুনাহ্গার।
আমি পাপী সময়ের খেলায়
বোঝাতে পারি না নিজেকে
ভেঙ্গে যায় পণ কারণ অকারণ
আমি যাই পাপেতে আটকে।
পাপী আমি করি তওবাহ্
ক্ষমা করে দাও ওগো আল্লাহ্।
কাঙাল আমি অবুঝ গুনাহ্গার
চাই না তবু ডুবে যাই পাপেতে
কি যে বেদনা জমেছে বুকেতে
আমার পরাজয় নিজের অজ্ঞাতে।
পাপী আমি তবু ফের
ক্ষমা চাই দরবারে আল্লাহ্ র
মেহেরবান তিনি দয়ালু অতি
ক্ষমা করবেন বিশ্বাস হৃদমাঝার।
করি তওবাহ্ বারবার
করি প্রার্থনা দরবারে আল্লাহ্ র
সংশোধিত হতে যেন পারি
না হই যেন গুনাহ্গার।
০৬.১২.২০১৬
ফের হই গুনাহ্গার।
আমি পাপী সময়ের খেলায়
বোঝাতে পারি না নিজেকে
ভেঙ্গে যায় পণ কারণ অকারণ
আমি যাই পাপেতে আটকে।
পাপী আমি করি তওবাহ্
ক্ষমা করে দাও ওগো আল্লাহ্।
কাঙাল আমি অবুঝ গুনাহ্গার
চাই না তবু ডুবে যাই পাপেতে
কি যে বেদনা জমেছে বুকেতে
আমার পরাজয় নিজের অজ্ঞাতে।
পাপী আমি তবু ফের
ক্ষমা চাই দরবারে আল্লাহ্ র
মেহেরবান তিনি দয়ালু অতি
ক্ষমা করবেন বিশ্বাস হৃদমাঝার।
করি তওবাহ্ বারবার
করি প্রার্থনা দরবারে আল্লাহ্ র
সংশোধিত হতে যেন পারি
না হই যেন গুনাহ্গার।
০৬.১২.২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ১৬/০৮/২০২০অনেক সুন্দর
-
Md. Rayhan Kazi ০৩/০৮/২০২০অনন্য লেখনশৈলী আবির্ভূত হলাম পড়ে।
-
ফয়জুল মহী ০১/০৮/২০২০সুশোভিত ও সৌন্দর্যময় কথামালা ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৮/২০২০অপূর্ব লেখনী। ইদ মোবারক।
-
আব্দুর রহমান আনসারী ০১/০৮/২০২০অসাধারন