দিনলিপি
আছে কান্না আছে পরাজয়
জীবনজুড়ে চলে নিদারুন খেলা হায়।
চাওয়া পাওয়া ঘটে না ভাগ্যে হায়।
ঐ সম্মুখে তাকিয়ে দিন গোনা অবিরাম
ক্লান্তি অবসর নিয়ে নেয় থাকে সংগ্রাম।
সংগ্রাম করেও টিকে থাকা দায়ভার
প্রতিকূলতার জয়ধ্বনি শুনি বারবার।
চাওয়া পাওয়া ঘটে না ভাগ্যে হায়।
নিদারুন কঠিন সময় পরিহাস করে
জীবনের রোচনামচা বিরহ পরে।
জীবনজুড়ে চলে নিদারুন খেলা হায়।
চাওয়া পাওয়া ঘটে না ভাগ্যে হায়।
ঐ সম্মুখে তাকিয়ে দিন গোনা অবিরাম
ক্লান্তি অবসর নিয়ে নেয় থাকে সংগ্রাম।
সংগ্রাম করেও টিকে থাকা দায়ভার
প্রতিকূলতার জয়ধ্বনি শুনি বারবার।
চাওয়া পাওয়া ঘটে না ভাগ্যে হায়।
নিদারুন কঠিন সময় পরিহাস করে
জীবনের রোচনামচা বিরহ পরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিতা মুদি ২৭/০৭/২০২০Very very nice
-
Md. Rayhan Kazi ২৫/০৭/২০২০অসাধারণ লেখনী
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৭/২০২০Outstanding.
-
ফয়জুল মহী ২৩/০৭/২০২০চমৎকার ভাবনায় মার্জিত লিখনী।