ব্যথার মালা
আকাশের কাছে প্রশ্ন করে
বাতাসের কাছে প্রশ্ন করে
উত্তর পাওয়া যায় কিরে
যে ব্যথা জমেছে হৃদয়জুড়ে
তার দহন পোড়াবে বারেবারে
এ ব্যথার মালা যাবে না ছিড়ে।
গলদেশে উঠেছে যে ব্যথার মালা
রবে নীরবে শুধু নীরবে তার জ্বালা
কেউ খুজে পাবে না তার উত্তর
বহমান কাল রয়েছে যে নিরুত্তর
আকাশ বাতাস বা জলধির কাছে
নেই উত্তর ঘোরাঘুরি শুধু মিছে।
আপনার জ্বালা আপনি বয়ে বয়ে
ধরিত্রীর পরে কষ্ট সয়ে সয়ে
জীবন পথে এইভাবে অবগাহন
বুকে পুশে বিরহ জলধি অগনন
কূল কূল রবে নীরবে পুড়ে পুড়ে
সাজাই জীবনের রোচনামচা থরে থরে।
বাতাসের কাছে প্রশ্ন করে
উত্তর পাওয়া যায় কিরে
যে ব্যথা জমেছে হৃদয়জুড়ে
তার দহন পোড়াবে বারেবারে
এ ব্যথার মালা যাবে না ছিড়ে।
গলদেশে উঠেছে যে ব্যথার মালা
রবে নীরবে শুধু নীরবে তার জ্বালা
কেউ খুজে পাবে না তার উত্তর
বহমান কাল রয়েছে যে নিরুত্তর
আকাশ বাতাস বা জলধির কাছে
নেই উত্তর ঘোরাঘুরি শুধু মিছে।
আপনার জ্বালা আপনি বয়ে বয়ে
ধরিত্রীর পরে কষ্ট সয়ে সয়ে
জীবন পথে এইভাবে অবগাহন
বুকে পুশে বিরহ জলধি অগনন
কূল কূল রবে নীরবে পুড়ে পুড়ে
সাজাই জীবনের রোচনামচা থরে থরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ২৩/০৭/২০২০ভাল লাগ্ল।
-
রূপক কুমার রক্ষিত ২৩/০৭/২০২০ভালো লাগলো।
-
ফয়জুল মহী ২২/০৭/২০২০নির্মল ও স্বচ্ছ কলমের ছোঁয়া পারে সমাজ বদলে দিতে ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০৭/২০২০Nice.