উড়াল পঙ্খি
কি জানি কিসের বিরহে
মন পুড়ে পুড়ে যায় নিরবে
কারণ অকারণ অবুঝ কান্না
কতদিন কতকাল রবে।
কি জানি কি সুখের আশায়
বিরহ স্রোতে ভাসে মন
ভেসে ভেসে মন অজানায়
কি জানি কি খোজে সারাক্ষণ।
কি জানি কি পাওয়ার প্রত্যাশায়
অবুঝ মন উড়াল পঙ্খি হায়
উড়ে উড়ে বেড়ায় নীলিমায়
বেদিশা বুজদিল হৃদয় উপতক্যায়।
কি জানি কিসের কারনে
আখিপাত অবিরল ছলছল
বিষাদি আলোড়ন নীরব ক্রন্দন
অচেনা প্রাপ্তি অবুঝ ফলাফল।
মন পুড়ে পুড়ে যায় নিরবে
কারণ অকারণ অবুঝ কান্না
কতদিন কতকাল রবে।
কি জানি কি সুখের আশায়
বিরহ স্রোতে ভাসে মন
ভেসে ভেসে মন অজানায়
কি জানি কি খোজে সারাক্ষণ।
কি জানি কি পাওয়ার প্রত্যাশায়
অবুঝ মন উড়াল পঙ্খি হায়
উড়ে উড়ে বেড়ায় নীলিমায়
বেদিশা বুজদিল হৃদয় উপতক্যায়।
কি জানি কিসের কারনে
আখিপাত অবিরল ছলছল
বিষাদি আলোড়ন নীরব ক্রন্দন
অচেনা প্রাপ্তি অবুঝ ফলাফল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৩/০৭/২০২০মুগ্ধতা ভর থাকে ভাবুকের মনে৷
-
Md. Rayhan Kazi ২৩/০৭/২০২০বাহ্ চমৎকার
-
ফয়জুল মহী ২১/০৭/২০২০মুগ্ধতা রেখে গেলাম কবি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৭/২০২০অনেক সুন্দর হয়েছে।
-
কে. পাল ২১/০৭/২০২০Bess