ভালোবাসা রেখে গেলাম ২য় পর্ব
কেউ গালি দিল মোরে ইচ্ছেমতো
কেউ বাধলো ভালোবাসায়
আমি শুধু দিন গুনি আশায় আশায়
কখন রজনীর এই আধার ফুরায়।
আধারের বুকে আলোর চাষবাস
করে করে রোজ রোজ আমি
কারো কারো কাছে হয়েছি অপরাধি
আবার কেউ বেসেছে ভালো জানে অন্তর্যামী।
সে যাই হোক ভালোবাসা কিম্বা ঘৃণা
যাই ঘটুক এই পোড়া কপালে
দিবস রজনী জেগে থেকে ওগো সজনী
গাইব গান মানবতার ভালোবাসার তালে তালে।
অামি বিহঙ্গের মতো উড়ে উড়ে
সুরে সুরে ভালোবাসার গান বাধলাম
কেউ ভালোবাসুক অথবা নাই বাসুক
সকলের তরে শুধু ভালোবাসা রেখে গেলাম।
কেউ বাধলো ভালোবাসায়
আমি শুধু দিন গুনি আশায় আশায়
কখন রজনীর এই আধার ফুরায়।
আধারের বুকে আলোর চাষবাস
করে করে রোজ রোজ আমি
কারো কারো কাছে হয়েছি অপরাধি
আবার কেউ বেসেছে ভালো জানে অন্তর্যামী।
সে যাই হোক ভালোবাসা কিম্বা ঘৃণা
যাই ঘটুক এই পোড়া কপালে
দিবস রজনী জেগে থেকে ওগো সজনী
গাইব গান মানবতার ভালোবাসার তালে তালে।
অামি বিহঙ্গের মতো উড়ে উড়ে
সুরে সুরে ভালোবাসার গান বাধলাম
কেউ ভালোবাসুক অথবা নাই বাসুক
সকলের তরে শুধু ভালোবাসা রেখে গেলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এম শাহ্ রিয়ার ২০/০৭/২০২০ভালো লাগলো!
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৭/২০২০ভালো।
-
ফয়জুল মহী ২০/০৭/২০২০অবিরাম সুখময় হোক সাহিত্যে পথচলা ।
-
রূপক কুমার রক্ষিত ২০/০৭/২০২০ভালো লাগলো। শুভকামনা।