অজানা
যা কিছু কল্পনা
এঁকেছে বুকেতে আল্পনা
তা কি খুঁজে পাব না
সে ত আমি জানি না।
বেশি জ্ঞান মোর নাই
চাল-ডাল জোগাতে তাই
পুরোটা সময় কেটে যায়
শুধু পরাজয়ের গ্লানি পাই।
আমি অবুঝ রয়েছে ভাবনা
কিছু পাওয়ার-দেবার প্রার্থনা
সারাক্ষণ থেকে থেকে আনমনা
কি জুটবে ভাগ্যে আমি জানি না।
আমি কমজোড় সঙ্গি-সাথি নাই
দুনিয়ার পথে একাকি লড়াই
যা কিছু সত্য তার সঙ্গে তাই
থেকে থেকে বিজয়ের মালা গেঁথে যাই।
যা মোর কল্পনা
যা মোর ভাবনা
যতটুকু এই বুকেতে প্রার্থনা
কি পাবো কি পাবো না জানি না।
২৪.১০.২০১৬
এঁকেছে বুকেতে আল্পনা
তা কি খুঁজে পাব না
সে ত আমি জানি না।
বেশি জ্ঞান মোর নাই
চাল-ডাল জোগাতে তাই
পুরোটা সময় কেটে যায়
শুধু পরাজয়ের গ্লানি পাই।
আমি অবুঝ রয়েছে ভাবনা
কিছু পাওয়ার-দেবার প্রার্থনা
সারাক্ষণ থেকে থেকে আনমনা
কি জুটবে ভাগ্যে আমি জানি না।
আমি কমজোড় সঙ্গি-সাথি নাই
দুনিয়ার পথে একাকি লড়াই
যা কিছু সত্য তার সঙ্গে তাই
থেকে থেকে বিজয়ের মালা গেঁথে যাই।
যা মোর কল্পনা
যা মোর ভাবনা
যতটুকু এই বুকেতে প্রার্থনা
কি পাবো কি পাবো না জানি না।
২৪.১০.২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিতা মুদি ২৮/০৭/২০২০অদ্ভুত কবিতা
-
ফয়জুল মহী ১৬/০৭/২০২০খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর উপস্থাপন অনেক ভালোলাগা রেখে গেলাম l
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৭/২০২০অপূর্ব।
-
কুমারেশ সরদার ১৬/০৭/২০২০সুন্দর