কান্ডারী
মুহাম্মদ(সাঃ)নামেই দুনিয়া রওশন
পুলকিত আজিও জমিন-আসমান
ত্রিভুবনে নাই তার কোনো তুলনা
চায় প্রেমিকজন তার-ই দর্শন।
দিকে দিকে ঐ নামের ই কলরব
ফুল-পাখি-গাছপালা-আদম সন্তান
রোজ রোজ পড়ে দরুদ মহব্বতে
রয়েছে তার প্রতি ভালোবাসা সন্মান।
পেয়ে তার ছোঁয়া আলোকিত ধরা
রঙিন হলো সবকিছু জাগিল প্রাণ
দিকে দিকে ছড়ালো তৌহিদ বানী
মুক্তির বারতা পেল আদম সন্তান।
ঐ নামের ই প্রেমেতে মসগুল
উদাসী আমার ব্যাকুল প্রান
তার তরে জানাই দরুদ সালাম
তিনি ই আমার কান্ডারী জীবন-মরণ।
২০১৩
পুলকিত আজিও জমিন-আসমান
ত্রিভুবনে নাই তার কোনো তুলনা
চায় প্রেমিকজন তার-ই দর্শন।
দিকে দিকে ঐ নামের ই কলরব
ফুল-পাখি-গাছপালা-আদম সন্তান
রোজ রোজ পড়ে দরুদ মহব্বতে
রয়েছে তার প্রতি ভালোবাসা সন্মান।
পেয়ে তার ছোঁয়া আলোকিত ধরা
রঙিন হলো সবকিছু জাগিল প্রাণ
দিকে দিকে ছড়ালো তৌহিদ বানী
মুক্তির বারতা পেল আদম সন্তান।
ঐ নামের ই প্রেমেতে মসগুল
উদাসী আমার ব্যাকুল প্রান
তার তরে জানাই দরুদ সালাম
তিনি ই আমার কান্ডারী জীবন-মরণ।
২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৪/০৭/২০২০অসাধারণ লেখনী।
-
ফয়জুল মহী ০৩/০৭/২০২০কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা.
-
Jamal Zamil ০৩/০৭/২০২০অসাধারণ
-
কুমারেশ সরদার ০৩/০৭/২০২০সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০৭/২০২০fine