বিরহ কাল
এই বৃত্তের বেড়াজালে বন্দি আর কতকাল
মন চায় ভেদ করতে এই বৃত্তের পরিধি
আর কতদূরে আলোক ধারা হে নিঠুর বিধি!
বুঝি ঘোর অমানিশা জীবনের নিয়তি
মন চায় শুধু চায় ঐ উন্মুক্ত প্রান্তর
কতকাল কতকাল আর অমানিশা নিরবধি!
ভব রঙ্গে মন ভাঙ্গে অবিরত সারাবেলা
আপনার জন নেই আপনাতে আর
জীবনের চাওয়া-পাওয়া চারদেয়াল পরিধি।
হেথা নাই কেউ আপনজন নাই নাই রে
বিরামহীন বন্দি জীবন হারায়েছে মনের বাইরে
আর কতকাল এভাবে ওগো নিঠুর বিধি!
জুলাই,২০১২
মন চায় ভেদ করতে এই বৃত্তের পরিধি
আর কতদূরে আলোক ধারা হে নিঠুর বিধি!
বুঝি ঘোর অমানিশা জীবনের নিয়তি
মন চায় শুধু চায় ঐ উন্মুক্ত প্রান্তর
কতকাল কতকাল আর অমানিশা নিরবধি!
ভব রঙ্গে মন ভাঙ্গে অবিরত সারাবেলা
আপনার জন নেই আপনাতে আর
জীবনের চাওয়া-পাওয়া চারদেয়াল পরিধি।
হেথা নাই কেউ আপনজন নাই নাই রে
বিরামহীন বন্দি জীবন হারায়েছে মনের বাইরে
আর কতকাল এভাবে ওগো নিঠুর বিধি!
জুলাই,২০১২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০৫/২০২৩দারুণ