শ.ম.ওয়াহিদুজ্জামান
শ.ম.ওয়াহিদুজ্জামান-এর ব্লগ
-
হারিয়ে গিয়েছে কতকিছু জানা অজানায়
আবেগের দুয়ারে লেগেছে তালা
সবকিছু হারিয়েই যায়।
চেনা জানা কত সুখ [বিস্তারিত] -
গুনাহগার আমার কোনো কূল নাই
যেদিকে তাকাই অন্ধকার দেখতে পাই
সকাল-সাঝে হৃদয় মাঝে যন্ত্রণা
গুনাহগার আমার নাই যে কোনো সান্ত্বনা [বিস্তারিত] -
বন্ধ দুয়ার,বন্ধ জানালা
তবু স্বপ্নেরা বেপরোয়া
উঁকি দেয় হৃদয়প্রান্তে।
খুলে হৃদয়ের দখিন দুয়ার [বিস্তারিত] -
হিংসা,লোভ,অহংকার,কার্পণ্য
বর্জন করো বর্জন করো
আপনাকে তুমি শুদ্ধ করো
ভালোবাসায় জীবনকে পূর্ণ করো। [বিস্তারিত] -
ভাবনার দুয়ার খোলা
খোলা হৃদয় দুয়ার খোলা
বিবেকের দুয়ারে নেইকো তালা
বোঝে না মন ছলাকলা। [বিস্তারিত] -
যদি নদীর স্রোতে ভেসে যেত দুঃখ
কূল কূল রবে হারিয়ে যেত দূরে
তবে কিছু কষ্ট মুছে ফেলা যেত
আর হানা দিত না হৃদয় দুয়ারে। [বিস্তারিত] -
মন মাঝে ব্যথা
বলবে না বঁধুয়া কথা
বলি কথা বলো অভিমানীনি
মু্ছে যাবে সকল ব্যথা। [বিস্তারিত] -
মেঘ বালিকার ভাবনায়
বিষাদ হানা দেয়।
চারিদিকে এত আনন্দ আয়োজন
মেঘ বালিকার বুকেতে ক্রন্দন [বিস্তারিত] -
মানুষের জন্য কিছু মানুষ ভোগান্তির
এরা মুখোশধারি ভদ্রবেশি অমানুষ।
দিকে দিকে জয়গান কত কত অযোগ্যর [বিস্তারিত] -
দিন গুনে গুনে অবশেষ
আমি চাতক পঙ্খী।
ঐ আলো আসে আঁধারের শেষ
ভেবে ভেবে আমি ক্লান্ত [বিস্তারিত] -
জীবনে না বলতে পারার কষ্ট নিদারুণ
চুপিচুপি শুধু আপনায় সহ্য করা
ধরায় কেউ কারো খোজ রাখে না
শুধু আপনায় আপনি ঝরে নয়ন ধারা। [বিস্তারিত] -
ঐ গগনের দিকে দৃষ্টি প্রসারিত করে
আপনার ভুবন আপনি গড়ে
স্বপ্নে ভর করে নিত্য অনিশ্চয়তায়
জীবনের রোজনামচা লিখে যেতে হয়। [বিস্তারিত] -
মন ভাসে হাওয়ায় হাওয়ায়
জানি না কতদূরে কতদূরে
উড়ে যাওয়া যায়।
মনকে বলি লাগাম দাও [বিস্তারিত] -
মনের জানালা খুলে
উড়ে চলা যায় দূরে সুদূরে
মন ভেসে চলে তেপান্তর
জানা অজানা শত বন্দরে। [বিস্তারিত] -
আছে কান্না আছে পরাজয়
জীবনজুড়ে চলে নিদারুন খেলা হায়।
চাওয়া পাওয়া ঘটে না ভাগ্যে হায়।
ঐ সম্মুখে তাকিয়ে দিন গোনা অবিরাম [বিস্তারিত]