ঢেউয়ের তালে
সুখের তালে নাওয়ের পালে লাগলো যদি হাওয়া,
ঢেউয়ের নাচে দোদুল দুলে
নোঙরখানা নিলাম তুলে,
যাক ভেসে যাক সুদূরপানে আমার সকল চাওয়া।
মুক্ত মনের আকাশ সাজুক দু'চোখ ভরা নীলে,
নদীর জলে রঙ খেলে তার
নীলে নীলে হোক নীলাকার,
ঢেউয়ের মাথায় আলোর খেলাও হোক আরও ঝিলিমিলে।
তাথৈ তাথৈ ঢেউয়ের তালে মন ছুটে যায় যদি,
ছল ছল ছল ছন্দে মেতে
দূর অজানায় মিলিয়ে যেতে
দু'কূল ছেড়ে স্রোতের টানেই চলবো নিরবধি।
তখন বাতাস জুড়ে থাকবে মাতাল সুর,
আমি খুঁজবো আমার কোথায় সমুদ্দুর।
ঢেউয়ের নাচে দোদুল দুলে
নোঙরখানা নিলাম তুলে,
যাক ভেসে যাক সুদূরপানে আমার সকল চাওয়া।
মুক্ত মনের আকাশ সাজুক দু'চোখ ভরা নীলে,
নদীর জলে রঙ খেলে তার
নীলে নীলে হোক নীলাকার,
ঢেউয়ের মাথায় আলোর খেলাও হোক আরও ঝিলিমিলে।
তাথৈ তাথৈ ঢেউয়ের তালে মন ছুটে যায় যদি,
ছল ছল ছল ছন্দে মেতে
দূর অজানায় মিলিয়ে যেতে
দু'কূল ছেড়ে স্রোতের টানেই চলবো নিরবধি।
তখন বাতাস জুড়ে থাকবে মাতাল সুর,
আমি খুঁজবো আমার কোথায় সমুদ্দুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৬/১০/২০১৭দারুণ কবি।
-
অদ্ভুদ ছেলে ২২/০৬/২০১৪nice ......valo lagse...
-
সফিউল্লাহ আনসারী ০৬/০৫/২০১৪ভালোবাসা রইলো বন্ধু.....
-
আহমদ বিন নুরুল ইসলাম ০৫/০৫/২০১৪খুব ভাল লাগলো ।
-
সফিউল্লাহ আনসারী ০৩/০৫/২০১৪ভালো লেগেছে
-
ফাহমিদা ফাম্মী ০২/০৫/২০১৪VALO LAGLO
-
অদ্ভুদ ছেলে ০১/০৫/২০১৪অসাধারন হইছে কবিতার লাইনগুল ।ছন্দে ......মাতিয়ে তুলেছেন ।
-
ঐশিকা বসু (প্রজীতা) ০১/০৫/২০১৪বাঃ। ছন্দে তালে বেশ ভরিয়ে দিলেন তো। খুব ভাল হয়েছে।
-
সফিউল্লাহ আনসারী ৩০/০৪/২০১৪বেশ লাগল...
... -
অদ্ভুদ ছেলে ৩০/০৪/২০১৪ভাল লাগল
-
এস,বি, (পিটুল) ৩০/০৪/২০১৪Apnar facebook link ti dawa jaba amak ?
-
পিয়ালী দত্ত ৩০/০৪/২০১৪ভাল লাগল...
-
জোছনা ভেজা মন ৩০/০৪/২০১৪অসাধারন
-
এস,বি, (পিটুল) ২৯/০৪/২০১৪Sundor