www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছড়ায় ছড়ায় প্রতিক্রিয়া

সংবাদঃ অপহরণের ঘটনায় কাউকে ছাড় নয়: প্রধানমন্ত্রী

প্রতিক্রিয়াঃ

যে দেশের নেতাগন
সাথে নিয়ে প্রশাসন
করে গডফাদারের সাথে সখ্য,
নিশ্চিত সেখানে
জনগণকে এনে
ধরে মারাটাই হবে লক্ষ্য।
প্রথমে অপহরণ,
তারপর যে মরণ,
নদীতে সে লাশ ভেসে উঠবে,
দিন সাত পার করে
সিগন্যাল পেলে পরে
পুলিশ সে লাশ নিতে ছুটবে।
খুনী গডফাদারে
রয়ে যাবে আঁধারে,
কি সাহস কেউ তাকে জ্বালাবে?
নাগালটা কেউ তার
পাবে না যে টিকিটার,
কাজ শেষে দেশ ছেড়ে পালাবে।
পালালেই তবে না
নেতা বলে, "হবে না!
মানবো না আমরা এ অবিচার!
খুনী বেটা যতো হোক
ক্ষমতাধর লোক,
আইন থেকে নেই তার কোন ছাড়।"
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ২২৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast