ছড়ায় ছড়ায় প্রতিক্রিয়া
সংবাদঃ অপহরণের ঘটনায় কাউকে ছাড় নয়: প্রধানমন্ত্রী
প্রতিক্রিয়াঃ
যে দেশের নেতাগন
সাথে নিয়ে প্রশাসন
করে গডফাদারের সাথে সখ্য,
নিশ্চিত সেখানে
জনগণকে এনে
ধরে মারাটাই হবে লক্ষ্য।
প্রথমে অপহরণ,
তারপর যে মরণ,
নদীতে সে লাশ ভেসে উঠবে,
দিন সাত পার করে
সিগন্যাল পেলে পরে
পুলিশ সে লাশ নিতে ছুটবে।
খুনী গডফাদারে
রয়ে যাবে আঁধারে,
কি সাহস কেউ তাকে জ্বালাবে?
নাগালটা কেউ তার
পাবে না যে টিকিটার,
কাজ শেষে দেশ ছেড়ে পালাবে।
পালালেই তবে না
নেতা বলে, "হবে না!
মানবো না আমরা এ অবিচার!
খুনী বেটা যতো হোক
ক্ষমতাধর লোক,
আইন থেকে নেই তার কোন ছাড়।"
প্রতিক্রিয়াঃ
যে দেশের নেতাগন
সাথে নিয়ে প্রশাসন
করে গডফাদারের সাথে সখ্য,
নিশ্চিত সেখানে
জনগণকে এনে
ধরে মারাটাই হবে লক্ষ্য।
প্রথমে অপহরণ,
তারপর যে মরণ,
নদীতে সে লাশ ভেসে উঠবে,
দিন সাত পার করে
সিগন্যাল পেলে পরে
পুলিশ সে লাশ নিতে ছুটবে।
খুনী গডফাদারে
রয়ে যাবে আঁধারে,
কি সাহস কেউ তাকে জ্বালাবে?
নাগালটা কেউ তার
পাবে না যে টিকিটার,
কাজ শেষে দেশ ছেড়ে পালাবে।
পালালেই তবে না
নেতা বলে, "হবে না!
মানবো না আমরা এ অবিচার!
খুনী বেটা যতো হোক
ক্ষমতাধর লোক,
আইন থেকে নেই তার কোন ছাড়।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ০৬/০৯/২০১৫
-
ফাহমিদা ফাম্মী ০১/০১/২০১৫কবে আমরা মুক্তি পাবো এই দুরাবস্থা থেকে !
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১০/১১/২০১৪বাহ দেশের সত্যিকার চিত্র নিয়ে সম্ভব সুন্দর কবিতা। অনেক ভালো লাগলো পরে।
-
শিমুল শুভ্র ২৯/০৭/২০১৪ঈদ মোবারক ।
-
শিমুল শুভ্র ২৭/০৭/২০১৪বাহ!! বেশ ভালো একটি কবিতা পাঠে মন ভরে গেলো ।
-
সফিউল্লাহ আনসারী ০৮/০৫/২০১৪ক্ষমতাধর !
ache zar ক্ষমতা
yar kiser momota !!! -
এস,বি, (পিটুল) ০৬/০৫/২০১৪hm
-
কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪ভালো লেগেছে আমার।
bhalo kotha