চপল ধারা
আলো ছায়ার চলছে খেলা
আমার মাঝেই রাত্রি দিনে,
মেঘলা মনে হঠাৎ করেই
রোদ হেসে যায় কি আনমনে।
দুষ্ট হাসির ঝিলিক মেরেই
ফুটাই চোখে বিষাদ তারা,
আমি এক বাঁধনহারা মুক্তধারা
স্রোতস্বিনীর চপল ধারা।
ঝরনা ধারায় নেচে বেড়াই
থমকে থাকি পাখির নীড়ে,
জোয়ার এলেই দু'কূল ভাসাই
আবার ডুবে যাই গভীরে।
ঢেউয়ের তালে ছন্দ গেঁথেই
ছন্দ হারায় যে ভাবনারা,
আমি এক ছন্নছাড়া লাগামহারা
সুপ্ত মনের বন্য ধারা।
হাওয়ায় ভেসে বেড়াই ঘুরে
আবার গুটাই মনের পাখা,
দু'চোখ ভরে শ্রাবণ এলেও
দৃষ্টি থাকে স্বপ্নে ঢাকা।
সর্বগ্রাসী তুফান এলেই
নৃত্যে মাতি পাগলপারা,
আমি এক হিসেবছাড়া বল্গাহারা
দমকা হাওয়ার ফল্গুধারা।
(কল্পনার কোন এক চপল হরিণীকে ফুঁটিয়ে তোলার চেষ্টা ছিলো এই কবিতাটিতে। অতঃপর বাস্তবে সেই হরিণীর দেখা মেলে বছরখানেকের মধ্যেই। পরিশেষে চপল এই ধারার সাথেই নিজের ধারাকে আজীবনের জন্য বেঁধে ফেলি কোন এক শুভ মূহুর্তে।)
আমার মাঝেই রাত্রি দিনে,
মেঘলা মনে হঠাৎ করেই
রোদ হেসে যায় কি আনমনে।
দুষ্ট হাসির ঝিলিক মেরেই
ফুটাই চোখে বিষাদ তারা,
আমি এক বাঁধনহারা মুক্তধারা
স্রোতস্বিনীর চপল ধারা।
ঝরনা ধারায় নেচে বেড়াই
থমকে থাকি পাখির নীড়ে,
জোয়ার এলেই দু'কূল ভাসাই
আবার ডুবে যাই গভীরে।
ঢেউয়ের তালে ছন্দ গেঁথেই
ছন্দ হারায় যে ভাবনারা,
আমি এক ছন্নছাড়া লাগামহারা
সুপ্ত মনের বন্য ধারা।
হাওয়ায় ভেসে বেড়াই ঘুরে
আবার গুটাই মনের পাখা,
দু'চোখ ভরে শ্রাবণ এলেও
দৃষ্টি থাকে স্বপ্নে ঢাকা।
সর্বগ্রাসী তুফান এলেই
নৃত্যে মাতি পাগলপারা,
আমি এক হিসেবছাড়া বল্গাহারা
দমকা হাওয়ার ফল্গুধারা।
(কল্পনার কোন এক চপল হরিণীকে ফুঁটিয়ে তোলার চেষ্টা ছিলো এই কবিতাটিতে। অতঃপর বাস্তবে সেই হরিণীর দেখা মেলে বছরখানেকের মধ্যেই। পরিশেষে চপল এই ধারার সাথেই নিজের ধারাকে আজীবনের জন্য বেঁধে ফেলি কোন এক শুভ মূহুর্তে।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১৫/০৯/২০১৩অসাধারণ...