পলাশ
পলাশ-এর ব্লগ
-
জানি তোমার নাব্যতা কখনো,
ছোঁবে না আমায় -
বয়ে যাবে না কোনো অবাধ্য নদী
শিরায় উপশিরায় । [বিস্তারিত] -
কটা জীবন বাঁচো সুজন,
কটা মরণের ভার !
দরিয়ার পর দরিয়া উজান,
আর কত পারাপার ??? [বিস্তারিত] -
মন কখনো থামে না
এগিয়ে বা পিছিয়ে যায়
জখম-জরা-মৃত্যু -
নিঃশ্বাস ছাড়িয়ে যায় ! [বিস্তারিত] -
তোমাকে ভালো বাসতে গেলে
ক্রুসেড পেরোতে হয় !
ভাঙা কাঁচ আর আর আয়নায় তছনছ যে মরণ
ভাঙতে হয় তার শীতঘুম [বিস্তারিত] -
দরজাটা আজও খোলা আছে
প্রদীপটা জ্বলছে টিম টিম করে
দূরে কোথাও খানখান কাঙাল পাহাড়িয়া
ঘুম আসে না ! [বিস্তারিত] -
আজও কি চিনার পাতা ঝরালে,
আমার কথা ভাবো?
ভালোবাসার রাত পোহালে
আকাশ বলে ডাকো? [বিস্তারিত] -
আগুনকে তুমি ভুল পথ ভেবে
নিভিয়ে এসেছ
আজ বহু প-থ হল,
বহু প্রলেপ, বহু বিশ্বাস চাপিয়েছ [বিস্তারিত] -
সাথী,
অনেক ভালবাসার ছিল
আরও অনেক চাওয়া, পাওয়ার ছিল ,
সবকিছু সঁপে দেবার [বিস্তারিত] -
একটি দুটি তারা,
একটু সোদা গন্ধ;
কাঙাল পাহাড়িয়া,
তবু [বিস্তারিত] -
আজ থেকে একশো বছর পরে মনে থাকবে
আমি স্বপ্ন দেখেছিলাম !
সাতশো সাগর তেরোশো নদী উথাল করে এসে
শব্দ খুঁজেছিলাম, [বিস্তারিত] -
ইন্দ্রধনুতে মোড়া
রাই ! নিরালার নিধুবন ,
আমার আঁখিতোয়া
রূপের অপরূপ আলাপন [বিস্তারিত] -
হয়ত !
আর এক পা দূরে গিরিখাত,
প্রখর স্রোতে বয়ে চলেছে জীবন !
মহাকাল ভেঙে ডাকছে উজান____ [বিস্তারিত] -
যদি নিতেই হয়
ফসল নিও
জীবন বেঁধে বাওয়া
বুকের যুযুধান । [বিস্তারিত] -
জীবন ;------
এ'রকমই
হাজার রঙের গন্ধা
(রামধনু ?) [বিস্তারিত] -
ভালো আছো তো?!
জানি,
কয়েকটাই ছিল পলাশ,
পড়ন্ত বিকেল রোদে; [বিস্তারিত]
- ১
- ২