মাঝদরিয়া
জানি তোমার নাব্যতা কখনো,
ছোঁবে না আমায় -
বয়ে যাবে না কোনো অবাধ্য নদী
শিরায় উপশিরায় ।
তবু এ কোন উষ্ণতা তারায় তারায়
রূপকথা চুঁয়ে আঁকো !
ভয় হয়,
স্বপ্নের মত ভেঙে যায় যদি,
এই নীরব আবাহন !?
ফিরে যায় যদি ঝড়ের মত,
উজানের আঁচড়ে !
পৃথিবীর মত পরতে পরতে,
যদি গহীন ছুঁয়ে রাখো !
ছোঁবে না আমায় -
বয়ে যাবে না কোনো অবাধ্য নদী
শিরায় উপশিরায় ।
তবু এ কোন উষ্ণতা তারায় তারায়
রূপকথা চুঁয়ে আঁকো !
ভয় হয়,
স্বপ্নের মত ভেঙে যায় যদি,
এই নীরব আবাহন !?
ফিরে যায় যদি ঝড়ের মত,
উজানের আঁচড়ে !
পৃথিবীর মত পরতে পরতে,
যদি গহীন ছুঁয়ে রাখো !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০৪/২০২২বেশ ভালো লেগেছে।
-
আলমগীর সরকার লিটন ১১/০৪/২০২২সুন্দর অনুভব
-
আব্দুর রহমান আনসারী ১০/০৪/২০২২সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ১০/০৪/২০২২সুন্দি
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৪/২০২২ভাল।