www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উন্মন

তোমাকে ভালো বাসতে গেলে
ক্রুসেড পেরোতে হয় !
ভাঙা কাঁচ আর আর আয়নায় তছনছ যে মরণ
ভাঙতে হয় তার শীতঘুম
রাত থেকে রাত, তারায় তারায়,
খুঁড়ে যাওয়া কৃষ্ণ গহ্বর ;
ধুঁয়ে দিতে হয় মহাজাগতিক বন্যায় !


তবু পারি,
জিতে আসতে সবকটা মরু-পর্বত,
ফিরে আনতে পারি সব ব্যত্যয় !
নদী হতে পারে যত হিমবাহ,
শুধু,
রাশ টেনে অন্ধ সময় __
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার উচ্ছ্বাসেভরা কবিতাখানি।কবির আকাঙ্ক্ষাকে সাধুবাদ জানাই।
  • অসাধারন
 
Quantcast