একা মন
দরজাটা আজও খোলা আছে
প্রদীপটা জ্বলছে টিম টিম করে
দূরে কোথাও খানখান কাঙাল পাহাড়িয়া
ঘুম আসে না !
রূপকথার আঁচ লাগে
বালিশে, চিবুকে
ঘোর লেগে যায় নিম-মহুয়ায়
উথাল-পাথাল ধু ধু মরুচর
তবু,
ঝড় আসে না!
পাশ ফিরে দেখি
ঘুমিয়ে আছে প্রথম বসন্ত
অনাঘ্রাত এখনো মরণ তার
পলাশের কুঁড়ি দুকূল ছেয়ে যায়
তবু ফুল আসেনা
---- ঘুম, আসে না।
প্রদীপটা জ্বলছে টিম টিম করে
দূরে কোথাও খানখান কাঙাল পাহাড়িয়া
ঘুম আসে না !
রূপকথার আঁচ লাগে
বালিশে, চিবুকে
ঘোর লেগে যায় নিম-মহুয়ায়
উথাল-পাথাল ধু ধু মরুচর
তবু,
ঝড় আসে না!
পাশ ফিরে দেখি
ঘুমিয়ে আছে প্রথম বসন্ত
অনাঘ্রাত এখনো মরণ তার
পলাশের কুঁড়ি দুকূল ছেয়ে যায়
তবু ফুল আসেনা
---- ঘুম, আসে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অাব্দুল হাদী তুহিন ১৯/০৩/২০১৮ভাই ঘুম অাসলে জানাবেন
-
মোঃ ফাহাদ আলী ১৯/০৩/২০১৮সেই বসন্তের আশায় এখনো হাত বাড়িয়ে
-
কামরুজ্জামান সাদ ১৯/০৩/২০১৮পাশ ফিরে দেখি ঘুমিয়ে আছে প্রথম বসন্ত।চমৎকার লিখেছন প্রিয়।