www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অস্ফুট

সাথী,
অনেক ভালবাসার ছিল
আরও অনেক চাওয়া, পাওয়ার ছিল ,
সবকিছু সঁপে দেবার
আর একটু সময় বাকী ছিল !


একটু আশা, একটু বাসা
এইটুকুতেই বেশ ছিল ;
একই সাথে স্বপ্ন দেখার ,
রামধনুকের রেশ ছিল !
শুধু তোমাতে আমার হারিয়ে যাওয়ার __
আর একটু সময় বাকী ছিল !


কাল চাঁদনীর রাত ছিল
দু'চোখে আবেশ ছিল
কে জানত জ্যোৎস্নালোকেই
এ বাঁধনের শেষ ছিল ,

এ বাঁধন ছেঁড়ার আগে
শুধু একটি কথাই বলার ছিল,

আরও অনেক ___
ভালবাসার ছিল ____ !
Written in last quarter of 1997
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ১৩/০৫/২০১৭
    বেশ সুন্দর।
  • বেশ ভালো।
 
Quantcast