www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার

আজ থেকে একশো বছর পরে মনে থাকবে
আমি স্বপ্ন দেখেছিলাম !
সাতশো সাগর তেরোশো নদী উথাল করে এসে
শব্দ খুঁজেছিলাম,
কবিতা লিখব বলে ।

আজ থেকে একশো বছর ধরে মনে পড়বে
একদিন কারও "তুমি" ছিলাম।


চেরাপুঞ্জির ছেঁড়া ছেঁড়া মেঘ
দিনভর যুঝেছি ;
শধু নীল রাতটুকু নীহারিকা দেখে
নীরব থেকে ছিলাম,
মনে আছে,
ভোরের আগেই
জীবন খুলে উধাও হয়েছিলাম
গন্ধ নেব বলে !
একশ শতক স্তব্ধে ভিজেও
চোখে রাখব
আমি 'তৃষ্ণা' পেয়েছিলাম !
------- একশ বছর আগে
(কারও) তুমি ছিলাম ।



ঘুমপাড়ানি আবেশ ছাড়িয়ে
(যেদিন) প্রথম সূর্য দেখেছি, -------
কুসুম কুসুম ওম পেয়ে
ঝর্না হয়েছিলাম;
মনে আছে,
পাগল হয়েছিলাম
উঠোন ভরে
স্বপ্ন কুড়োব বলে ।

এ-ক-শো যো-জ-ন !
রক্তে হেঁটেও
মনে থাকবে
সে-ই (একবার) ভালবেসেছিলাম , -

------- আজ থেকে একশ বছর আগে
(কারও) তুমি ছিলাম ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৫/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দেবজ্যোতিকাজল ২৯/০৫/২০১৬
    ভাল
  • পরশ ২৯/০৫/২০১৬
    অনেক সুন্দর
  • মাহাবুব ২৮/০৫/২০১৬
    সুন্দর লেখা, শুভেচ্ছা।
  • পরশ ২৭/০৫/২০১৬
    সুন্দর
    • পলাশ ১৮/০৫/২০১৭
      ধন্যবাদ পরশ। ভাল থেকো ! তোমার নামটাও বেশ সুন্দর !
  • জয় ২৭/০৫/২০১৬
    নতুন লেখা । ভাল
    • পলাশ ১৮/০৫/২০১৭
      ধন্যবাদ জইয়। ভাল থাকবেন ! লেখাটা নতুন নয় ...অনেক পুরনো। প্রকাশ হল নতুন !
  • ''সেই একবার ভালবেসেছিলাম'' অপূর্ব।
  • জে এস সাব্বির ২৭/০৫/২০১৬
    একশ বছর আগে (কারও) তুমি ছিলাম ।.... ভালো লাগল
 
Quantcast