www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুধু

যদি নিতেই হয়
ফসল নিও
জীবন বেঁধে বাওয়া
বুকের যুযুধান ।
দু'চোখ ছুঁয়ে পানসি নিও
কথা রাখলাম
ফিরবে না পিছুটান ।

শুধু ,
স্বপ্ন ছুঁয়ো না !
চাঁদের মতো পাহারা দিক ও
অন্ধকারের দেশে ,
বৃষ্টির মত শরীর ছুঁয়ে
বলতে থাকুক , __
শোনো ! জীবন আসছে ,
আর একটু মেঘের পরে ।

না তারা, না আকাশপ্রদীপ
ঝড়ের রাতে সব লুঠপাট
জল জমেনি বন্যার তোড়ে
ঠেকে আছে শুধু এই বিশ্বাস ___
ও থাকলে সব থাকবে ।
অপেক্ষাই তাই শুধু
দু'চোখে আঁধার জ্বেলে ,
রাত ভোর করে বুনতে থাকা
নক্সী কাঁথার বাঁধ,
ভেঙে যাক , ___
কথা রাখলাম
ফিরবে না পিছুটান ।
শুধু , স্বপ্ন ছুঁয়ো না !
ও বুকের রন্ধ্রে বিঁধতে থাকুক
জীবন শিহরণ !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নির্ঝর ১৩/০২/২০১৬
    সহমত
  • অভিষেক মিত্র ১৩/০২/২০১৬
    সুন্দর।


    আমি একটা ই ম্যাগ বের করছি। আপনার লেখা গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি যদি সম্ভব হয় তাহলে [email protected] এ পাঠিয়ে দিতে পারেন।
  • কাব্যহীন কবি ১৩/০২/২০১৬
    সুন্দর হয়েছে। ভাল লাগল
  • সুন্দর ছন্দে এক মনোগ্রাহী লেখা।
  • গাজী তৌহিদ ১২/০২/২০১৬
    মুগ্ধ হওয়ার মতো লেখালেখা!
  • ধ্রুব রাসেল ১২/০২/২০১৬
    চমৎকার লেখনি। বেশ লাগলো।
  • প্রদীপ চৌধুরী. ১২/০২/২০১৬
    বেশ ভালোই লাগলো
  • কবিতা পড়ে বিমোহিত হলাম কবি॥
    বিঃদ্রঃ কিছু বানান সংশোধন করে নিন॥
    • পলাশ ১১/০২/২০১৬
      খুব ভাল লাগল আপনার অভিমত জেনে ! কোন বানানের কথা বলছেন যদি একটু বলে দেন তবে বাধিত হব !
 
Quantcast