মধুনীড়
ভালবাসাই ভাষা,
হৃদয়ের গোপন আশা,
দু'চোখের চয়িত নেশা ----
মধুনীড় ভালবাসা !
স্বপ্নের ছোট্ট বাসা,
মগনে গড়ে তুলবো,
লহরিয়া আধুত শ্রাবণ __
লহনায় ভরে তুলবো।
লগনের ঘোরে লাগবে হিয়ায়
---- লাবনির ভালবাসা !
রাকারাত শুধু জাগবো দু'জন,
রাগিণীর ভরসা,
রাহী রব রাই তোমার প্রেমের, __
রাতুল বরষা !
হরষে -
লোল অলকে
রাঙাবে ঠোঁটে
লহুলহু মুক্ ভাষা ,
মধুনীড় ভালবাসা !
হৃদয়ের গোপন আশা,
দু'চোখের চয়িত নেশা ----
মধুনীড় ভালবাসা !
স্বপ্নের ছোট্ট বাসা,
মগনে গড়ে তুলবো,
লহরিয়া আধুত শ্রাবণ __
লহনায় ভরে তুলবো।
লগনের ঘোরে লাগবে হিয়ায়
---- লাবনির ভালবাসা !
রাকারাত শুধু জাগবো দু'জন,
রাগিণীর ভরসা,
রাহী রব রাই তোমার প্রেমের, __
রাতুল বরষা !
হরষে -
লোল অলকে
রাঙাবে ঠোঁটে
লহুলহু মুক্ ভাষা ,
মধুনীড় ভালবাসা !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ০৯/০২/২০১৬অনেক ভালো।
-
মনিরুজ্জামান জীবন ০৮/০২/২০১৬মিশ্রণ মিশ্রিত কাব্যকথন।
-
বিদ্রোহী ফাহিম খান ০৮/০২/২০১৬অসাধারণ একটা কবিতা॥ ভালো লাগলো॥
-
অভিযান পাল ০৮/০২/২০১৬ভাষা-ভঙ্গি বেশ মজাদার । কয়েকটি শব্দের মানে বুঝতে পারিনি । অনুগ্রহ করে আলোক-পাত করলে এ পাঠকের ভালো লাগবে ।
১) চয়িত নেশা > মানে কী ? কবিতায় এই শব্দটির প্রাসঙ্গিকতা কোথায় ?
২) "লহরিয়া আধুত শ্রাবণ / লহনায় ভরে তুলব"...মানে বুঝতে পারিনি ।
৩) রাতুল বরষা ? মানে কী লাল রঙের বর্ষা ?
৪) লোল অলকা > মানে ?
৫) লহুলহু মুক্ ভাষা > মানে ?
আপনি একেবারে অত্যাধুনিক কবি । কবিতায় গভীর ভাব কীভাবে প্রকাশ করেছেন পড়তে গিয়ে ঘের পাচ্ছি না । বড়ো ভালো লাগল । ধন্যবাদ ও শুভেচ্ছা । -
দেবব্রত সান্যাল ০৮/০২/২০১৬তারুণ্যে আপনাকে স্বাগত