প্রতিবাদ
করি প্রতিবাদ যেখানে হবে অন্যায় অবিচার,
শোষকের কালো ভেঙে করবো চুরমার।
যেখানে মানুষ মরে শাসক নামের শোষকের হাতে,
করবো প্রতিবাদ রুখবেনা কোন তাতে।
জালিমের হাতে হয় মাজলুমের অকাতরে মরন,
জালিম জুলুম করে শান্তি করে হরণ।
যত মাজলুম হচ্ছে যুলুম জালিমের কালো হাতে,
এই প্রতিবাদ জালিমের সাথে।
যদি হয় মরণ অন্যায়ের প্রতিবাদে হবোনা তবু শান্ত,
জালিম নির্রমূলে তব হব খ্যান্ত।
করে প্রতিবাদ যায় যদি যাক মোর এই তাজা প্রান,
যালিম খতমে তবে পাব পরিত্রান।
শোষকের কালো ভেঙে করবো চুরমার।
যেখানে মানুষ মরে শাসক নামের শোষকের হাতে,
করবো প্রতিবাদ রুখবেনা কোন তাতে।
জালিমের হাতে হয় মাজলুমের অকাতরে মরন,
জালিম জুলুম করে শান্তি করে হরণ।
যত মাজলুম হচ্ছে যুলুম জালিমের কালো হাতে,
এই প্রতিবাদ জালিমের সাথে।
যদি হয় মরণ অন্যায়ের প্রতিবাদে হবোনা তবু শান্ত,
জালিম নির্রমূলে তব হব খ্যান্ত।
করে প্রতিবাদ যায় যদি যাক মোর এই তাজা প্রান,
যালিম খতমে তবে পাব পরিত্রান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ০৮/০৪/২০১৬সুন্দর
-
মোবারক হোসেন ০৮/০৪/২০১৬ভাল
-
মোবারক হোসেন ০৬/০৪/২০১৬ভাল।
-
জয় শর্মা ০৫/০৪/২০১৬ভালো প্রচেষ্টা, খুব ভালো লাগলো
-
মোঃ নাজমুল হাসান ০২/০৪/২০১৬চমৎকার। শুভেচ্ছা রইলো কবি।
-
শ.ম. শহীদ ০১/০৪/২০১৬সাথে আছি, পাশে আছি।